বাঁশেরকেল্লা এই দিনে শুভেচ্ছাতোমায়
লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ০২ অক্টোবর, ২০১৩, ১১:৩৭:৫৫ রাত
"বাঁশেরকেল্লা"! তোমার স্থান অনন্য উচ্চতায়
তুমি,তিতুমিরের প্রতিরোধ প্রেরণায়
তুমি,লক্ষ প্রাণের নির্ভীক হুংকার
পথ চলা তোমার,দুর্জয় দুর্বার
"বাঁশেরকেল্লা"! তুমি নব তারুণ্যের সম্মিলন
যাদের পথ তিতুর পথে হয়েছে মিলন
তুমি,কারো চক্ষুসূল,মুখশধারীর মুখশ উন্মোচক
ন্যায়ের পতকাধারী অবিচল সত্যের বাহক
ওরা পারেনি তোমায় রুখতে পারবে কিভায় বলো?
সত্যের নীতি "বাঁধার প্রাচীর মাড়িয়ে চলো"
তোমার লক্ষ্য আজো অনেক দূরে চলো হে চলো
চেয়না ফিরে,পেয়না ভয় আল্লাহ মহান বলো
বাঁশেরকেল্লা,এই দিনে শুভেচ্ছা তোমায়
বিষয়: সাহিত্য
১২৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন