আন্তর্জাতিক আদালতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ নথিভুক্ত
লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ১১ সেপ্টেম্বর, ২০১৩, ০৭:৪৩:৪০ সকাল
প্রধানমন্ত্রী শেখ হাসিনা,
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন
খান আলমগীর, তথ্যমন্ত্রী হাসানুল
হক ইনু, অ্যাটর্নি জেনারেলসহ ১৭
জনের নামোল্লেখ
করে আন্তর্জাতিক ক্রিমিনাল
কোর্টে পাঠানো অভিযোগপত্রের
প্রাপ্তি স্বীকার করা হয়েছে।
নেদারল্যান্ডসের হেগে অবস্থিত
ইন্টারন্যাশনাল ক্রিমিনাল
কোর্টের প্রসিকিউশন অফিসের
ইনফরমেশন অ্যান্ড এভিডেন্স
ইউনিটের প্রধান এমপি ডিলন
স্বাক্ষর করেছেন ওই
প্রাপ্তি স্বীকারপত্রে। এর স্মারক
নম্বর হচ্ছে ওটিপি-সিআর-২৩৩/১৩।
১৫ জুলাই তারা নিউইয়র্কের
মোহাম্মদ এ কাইয়ুম চৌধুরীর
আবেদনটি নথিভুক্ত করেছে। ৯
সেপ্টেম্বর
বার্তা সংস্থা এনাকে প্রাপ্তি স্বীকারের
কপিসহ মোহাম্মদ কাইয়ুম
চৌধুরী জানান,
‘অভিযোগপত্রটি ক্রিমিনাল
কোর্টের রোম স্ট্যাটুট
অনুযায়ী যথাযথ দফতরে প্রেরণ
করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত
যথাসময়ে আমাকে জানানো হবে।’
নিউইয়র্কে বিএনপির সংগঠক
মোহাম্মদ কাইয়ুম বাংলাদেশ
সুপ্রিমকোর্টের
আইনজীবী ছিলেন। গত ৩ জুলাই
ওই অভিযোগপত্র পাঠানো হয়। রোম
স্ট্যাটুটের আর্টিক্যাল ৬
অনুযায়ী অভিযুক্তরা গণহত্যার
অপরাধ করেছেন, মানবতার
বিরুদ্ধে অপরাধ করেছেন, তাদের
এমন আচরণে বাংলাদেশের
বিরোধীদলীয় নেতারা মারাত্মক
ক্ষতির সম্মুখীন হয়েছেন
ইত্যাদি অভিযোগ উল্লেখ করা হয়
ওই পত্রে। প্রচলিত
রীতি অনুযায়ী অভিযোগগুলোর
যথাযথ তদন্তপূর্বক বিচার
দাবি করা হয়। বিচার
না হওয়া পর্যন্ত বাংলাদেশ
সরকারের ওপর কড়া দৃষ্টি রাখার
আহ্বান জানানো হয়।
এ ব্যাপারে যুক্তরাষ্ট্র বিএনপির
যুগ্ম সাধারণ সম্পাদক এবং মূলধারার
রাজনীতিক আকতার হোসেন বাদল
বলেন, ‘বিশ্বায়নের এ
যুগে গণহত্যা এবং মানবতার
বিরুদ্ধে অপরাধ করে কেউই পার
পাবে না। আমরা বাংলাদেশে আইনের
শাসনের স্বার্থে এর শেষ
দেখে ছাড়ব।’
উৎসঃ আমার দেশ
বিষয়: বিবিধ
১০৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন