"বলা আর করা"

লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ০৫ সেপ্টেম্বর, ২০১৩, ০৬:০৭:০০ সকাল

মুখে বল কী আর কাজে কর কী

কখনো কী দিয়েছ ভাবনায় উকি

কখনো কী নিয়েছ নিজের হিসাব

কোনগুলো ঠিক হল কোনগুলো পাপ

হে বড় বুঝদার বলনা দেখি|

সকলের ভুল ধরা স্বভাব তোমার

কারো কাছে কখনো চাওনাতো হার

নিজেকে বড় ভেবে অন্যকে হীন

অনায়াসে ভুলে যাও আল্লাহর দ্বীন

হিসেবের দিন এলে বলবেটা কী

হে বড় বুঝদার বলনা দেখি||

তোমার ওই জিহ্বায় বলবে কথা

তার দ্বারা কাকে দিয়েছ ব্যাথা

মিথ্যা কথা বলে ঠকিয়েছ কার

গরিবকে তাড়িয়েছ হতে নিজ দ্বার

বলে দেবে পাপ যাহা রেখেছ ঢাকি

হে বড় বুঝদার বলবেটা কী??? Thumbs Up Thumbs Up Thumbs Up

বিষয়: সাহিত্য

১০৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File