ক্ষণ(কবিতা) প্রত্যেক মুক্তিকামী মানুষকে উৎসর্গ করছি|
লিখেছেন লিখেছেন ওমার আল ফারুক ১৯ আগস্ট, ২০১৩, ০৭:২৭:১২ সন্ধ্যা
তুমি যতই শক্তি দেখাও
এই দুনিয়ার মাঝে
রক্ত ঝরাও মুজাহীদের
যতই সকাল সাঝে
মুক্তিকামী ওই কাফেলায়
আঘাৎ কর যত
প্রভুর খুশি দ্বীন কায়েমের
কর্মে যারা রত
বীর শহিদের ন্যায়ের তরী
থমকে যাবে ভাবছো
আলোর প্রদিপ নিভে যাবে
স্বপ্ন ঘুমে দেখছো
করতে থাকো যা খুশি তাই
ক্ষণ কালের জন্য
ইতির পাতায় জালিম বলে
করবে তোমায় গণ্য
তোমার পতন আসছে তেড়ে
এই ক্ষণকাল বাকি
করুণ থেকেও করুণ লিলা
যাচ্ছে তোমায় ডাকি
মারো মারো বুলেট মারো
নাও ছিনিয়ে জীবন
শেষ বিকেলে তোমার জন্য
আসছে কঠিন ক্ষণ
বিষয়: সাহিত্য
১৫৩২ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন