কেয়ামতের কিছু লক্ষণ ।দেখেনতো কয়টা মিলে বর্তমান অবস্থার সাথে ।
লিখেছেন লিখেছেন কিং মেকার ১৬ আগস্ট, ২০১৩, ১২:৪১:২২ রাত
(১) পুরুষ অপেক্ষা স্ত্রীলোকের সংখ্যা বৃদ্ধি পাবে, স্ত্রীগণ বেপর্দা ও বেহায়াভাবে চলবে।
(২) সম্মানের ও অর্থ উপার্জনের জন্য বিদ্যা- শিক্ষা করবে, জ্ঞানের জন্য নয়।
(৩) মুসলমানগণ গান-বাজনায় লিপ্ত হবে ও পরকাল ভুলে যাবে।
(৪) ৩০ জন মিথ্যাবাদী নবী বলে দাবি করবে।
(৫) বিধর্মীগণ ইসলাম ধ্বংস করার জন্য ওঠে পড়ে লাগবে।
(৬) মুসলমানগণ ইসলামী বিধান অমান্য করবে।
(৭) কখনও অনাবৃষ্টি, কখনও অতিবৃষ্টি ও দুর্ভিক্ষ হতে থাকবে।
(৮) নানা প্রকার মারাত্মক ব্যাধির আবির্ভাব হবে ও নুতন নুতন চিকিৎসার উদ্ভব হবে।
(৯) বিধর্মীগণের প্রভাব ও যশ
বৃদ্ধি পাবে ও তারা কোরান মিথ্যা প্রমাণ করতে চেষ্টা করবে।
(১০) মানুষের লজ্জাশীলতা ও মায়া-মমতা হ্রাস পাবে।
(১১) প্রত্যেক জিনিসের স্বাদ, ঘ্রাণ ও বরকত কমতে থাকবে।
(১২) মানুষ আল্লাহ কে ভুলে অকাজে ও আমোদ-প্রমোদে লিপ্ত থাকবে।
(১৩) অত্যাচার ও অবিচারের মাত্রা বৃদ্ধি পাবে। ধূর্তামি, দাঙ্গাবাজি, চালবাজি, মিথ্যা ও প্রবঞ্চনা করা বাহাদুরী মনে করবে।
(১৪) কমজাত লোকের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পাবে ও শরীকগণ তাদের লাঞ্ছনা ভোগ করবে।
(১৫) লোকেরা কোরআনের তাযীম করতে অবহেলা করবে।
(১৬) মানুষের আয়ু কমে আসবে।
(১৭) চরিত্রহীন লোকেরা সমাজের নেতা হবে।
(১৮) জেনা করা গোনাহ মনে করবে না ও হায়া (লজ্জা)ওঠে যাবে।
(১৯) ধনীরা গরিবদেরকে ঘৃণা করবে ও
(২০) লোকেরা দাসী-বাদীদের সঙ্গে জেনা করবে।
দেখেনতো আপনার বিবেক কি বলে ? ?
বিষয়: বিবিধ
২৩০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন