ছেঁড়া ডাইরির পাতা হতে......২ দু দিন বাদেই যে আমার বিয়ে!

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ১৬ আগস্ট, ২০১৩, ০১:৩৫:৩৪ রাত

ছেঁড়া ডাইরির পাতা হতে......২

দু দিন বাদেই যে আমার বিয়ে!

কনা হা এটিই আমার নাম। তবে আমার ভাল একটা নাম আছে যা কেবল লিখা আছে আমার এই ২৬ বসন্তের জীবনের অর্জিত সার্টিফিকেট গুলিতে। এই নামটায় লিখা হবে আমার বিয়ের কাবিনে।

কি আশ্চর্য না আমার বিয়ে আর আমার মতামত না নিয়েই সব ঠিক। দু দিন বাদেয় আমার বিয়ে। আজ মা আমাকে বললেন ব্যাপারটা। শুনে এত বেশি বেসামাল হয়ে গেছি যে মনের মাঝে যেন এক অশান্ত ঝড় বয়ে যাচ্ছে।

কি হল এটি?

এমন কেন হল?

আমি যেন বলির নিরীহ পাঠা, যেন বাধ্য হয়ে বলির আসনে চড়তে হবে । ওহ কি হবে , কি আসছে সামনে?

না আমার কোন প্রেমিক ছিলনা , ভাল হয়তো কাওকে লেগেছে, অনেকে ভ্রমরের মত চারপাশে গুঞ্জন তুলেছে, কিন্তু সাড়া না পেয়ে কেটে পড়েছে।

আমি নারী হয়েছি বলে বলির পাঁঠার মত এক বুক কষ্ট আর হাহাকার নিয়ে আমাকে বলিতে চড়িয়ে দিবে। আর আমাকে মুখ বুজে তা মেনে নিতে হবে। তা ছাড়া উপায় কি ?

কি বিদ্রোহ করব এই সমাজ এই সিস্টেমের বিরুদ্ধে। আমার সে সাহস নেই যে। আমার সেই মানসিকতা হয়নি যে তৈরি।

কি আর করা.......................................।। নতুন একটা মানুষের সাথে শেয়ার করতে হবে বিছানাটা! দু দিন বাদেই যে আমার বিয়ে! https://www.facebook.com/golammaula.akas/posts/565512173516712

ছেঁড়া ডাইরির পাতা হতে.........১ https://www.facebook.com/golammaula.akas/posts/564985966902666

বিষয়: সাহিত্য

১২২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File