বাংলা ফিলম "কোটি টাকার বিলবোর্ড ‘ছিনতাই" পরিচালক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা.।
লিখেছেন লিখেছেন কিং মেকার ০৬ আগস্ট, ২০১৩, ০৬:২২:২২ সন্ধ্যা
কার নির্দেশে রাতারাতি আড়াইশ বিলবোর্ড বেদখল হয়েছে সে বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। আওয়ামী লীগের উপপ্রচারসম্পাদক অসীম কুমার উকিল বলেছেন, ‘বিলবোর্ড তো আমরা করিনি, করেছে সরকার’। প্রচার বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এ দায়িত্ব আগেই তথ্য মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। তথ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে সেখানকার দায়িত্বশীল একটি সূত্র জানায়, এ কাজ আওয়ামী লীগের, সরকারের না। তথ্য মন্ত্রণালয় একটি বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে সরকারের চার বছরের উন্নয়ন নিয়ে প্রচারের বিষয়ে কাজ শুরু করবে।.............।
আমরা বোকা জনগনের এত বুঝার দরকার কি? এত দিন ভেবেছিলাম - আওয়ামী লীগ , শেয়ার মার্কেটে ক্ষতিগ্রস্থ , গ্রামীন ব্যাংকের কর্মী, বিসিএস এ কোটার কারণে বঞ্চিত জনগোষ্ঠী, সাধারণ মাদ্রাসার শিক্ষক বা ধর্মপ্রাণ জনগোষ্ঠীর ভোট হারিয়েছে - এখন তো দেখি দেশের শিক্ষিত মানুষ ও আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিবে - দিনে দূপুরে ডাকাতি !!!!!তা হলে শেষ তক রাষ্ট্রিয় ছিন্তাই আরম্ভ হল, রাষট্রীয় সন্ত্রাসত বহু আগেই আরম্ভ হয়েছে, উন্নতি অঅমাদের ভলই হচ্ছে
বিষয়: বিবিধ
১৩৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন