=**ঈদের ছুটিতে শহর ছেড়ে গ্রামে যাবার আগেই**===
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৬ আগস্ট, ২০১৩, ০৬:৩২:৪১ সন্ধ্যা
===**ঈদের ছুটিতে শহর ছেড়ে গ্রামে যাবার আগেই**===
প্রতি বছর ঈদের সময় শহরের বিভিন্ন বাসায় চুরি-ডাকাতির ঘটনা ঘটে। ফাঁকা বাসায় কেউ না থাকায় চোর-ডাকাতরা সব কিছু নিয়ে যায়। একটু সতর্ক হলেই চুরি-ডাকাতি থেকে রক্ষা পেতে পারেন।
১. আপনার বাসা পাহারা দেবার জন্য কাউকে দায়িত্ব দিতে পারেন। পরিবারের একজন সদস্যকে রেখে যেতে পারেন।
২. গ্রামে যাবার আগেই বাসার দরজা-জানালা ভাল করে বন্ধ করুন।
৩. গ্যাসের চুলা বন্ধ আছে কিনা আরেকবার দেখে নিন।
৪. বাসার মূল্যবান জিনিষপত্র (অলংকার-টাকা) সাথে করে নিয়ে যাবেন।
৫. বাসার এসি-লাইট-ফ্যান বন্ধ আছে কিনা আরেকবার দেখে নিন।
●▬▬▬▬▬▬ஜ۩۩ஜ▬▬▬▬▬●
মোহাম্মদ জামাল উদ্দীন, দুবাই, ইউ এ ই
বিষয়: বিবিধ
১৫৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন