সরকারের সৃষ্টি+ গন জাগরন মঞ্চের দাবি = বাস্তবায়নে সরকার

লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ০৬ আগস্ট, ২০১৩, ০৬:৪০:০১ সন্ধ্যা

এটাইতো ক্যালকুলেশন হবে তাই না, নাহলে অংকে ভেজাল হবে। আ,লীগ অংক তৈরী করেছে কিন্তু ভেজাল আছে গোড়াতেই।

ধরুন ১কেজি দুধ কিনতে যদি ৬০ টাকা লাগে তাহলে ৬০ কেজি কিনতে কত লাগবে? আর এই ৬০ কেজি দুধ লাগবে ২০ কেজি পায়েশ রান্না করতে যা আ,লীগ ২০০ লোককে খাওয়াবে।

এখন আপনি ১কেজি দুধ কিনতে যদি ৩০ টাকা বাজেট করেন তাহলে কি হবে??? সব জায়গায় ভেজাল হবে ফলাফল জনগনে মাইর.।

সরকার মনে করেছিল তার আইনের, বেআইনী প্রয়োগ।

কয়েক লক্ষ কোটি টাকার দূর্ণীতি, নগ্ন ও ভয়াবহ দলীয় করণ,

বি,ডি,আর হত্যাকান্ড সব কিছু ধুয়ে মুছে যাবে গনজাগরন মঞ্চ দিয়ে। কিন্তু হেফাজতের কারনে সেটা হয় নাই।

কিন্তু আ,লীগ গজাম তথা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। যেমন

১। জামায়াতকে যে গ্রাঊন্ডে বাতিল করা হয়েছে সে গ্রাঊন্ডে

অন্যান্য ইসলামী দল বাতিল হবে সো, ধর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হবে।

২। মাহমুদুর রহমান গ্রেপ্তার, আমারদেশ বন্ধ, দিগন্ত এবং ইসলামী টিভি বন্ধ।

৩। কাদের মোল্লার পর গো,আযম ছাড়া সব রায় ফাঁসি। কাদের মোল্লার রায় আপীল বিভাগে ফাঁসি হবে বলে ব্যাপক অনুমান করা হচ্ছে।

৪। গজাম শত্রু গোলাম মাওলা রনি গ্রেপ্তার, ডঃ তুহিন মালিক আতঙ্কে, পিয়াস করিম ,আসিফ নজরুল, নূরুল কবির রাও আতঙ্কে।

এখন সামনে বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করা হবে বা দখল করা হবে। তাহলেতো 'গজাম' এবং ভারতের সব কিছুই রক্ষা করা হল।

এখন বলুনতো, হুজুররা বিরোধী, জামায়াত, বি,এন,পি্‌, আর্মি, বিডিআর, প্রশাসন, সাধারন জনগণ, ইউনুস, শেয়ার মার্কেট, ডেসটিনি, সাংবাদিক সবাই যদি ক্ষেপে যায় তাহলে???

আ,লীগের অংকের এই অংশে ভুল আছে.।।।

তাদের নতুন করে মেলাতে বসতে হবে,

নাহলে আ,লীগ'র ভবিষ্যত কি? আল্লাহ রাব্বুল আলামীনই ভাল জানেন।

বিষয়: বিবিধ

১৪৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File