নতুন ফিরকা মুসলিমীন
লিখেছেন লিখেছেন মৃনাল হাসান ১৭ এপ্রিল, ২০১৫, ০৯:৫০:২২ রাত
মুসলিম সমাজ আজ বিভিন্ন দল উপদলে বিভক্ত। সবাই নিজেদেরকে আসল ইসলামের ধারক বলে দাবি করে। যদিও কুর'আন ও সহি হাদিস আমাদের মধ্যে অবিকৃত ভাবে বিদ্যমান। যে যার ইচ্ছেমত কোরান, হাদিস নিজেদের মত ব্যাখ্যা করে, নিজেদেরকে আসল ইসলামের অনুসারী বলে জাহির করছে। ফলে সাধারন মুসলমানরা ধোকায় পড়ছে।
কয়েকদিন আগে কুষ্টিয়া শহরের এন এস রোডে এক অটোতে চড়ে বাসায় ফিরছিলাম। আমি পিছনে আর ড্রাইভারের পাশে একজন। চালক সামনের যাত্রীর সাথে আলাপ করছিল- সে নাকি আসল ইসলামের ধারক ও প্রচারক।তিনি তাকে আসল ইসলামের সাথে পরিচয় করিয়ে দিবেন। তিনি বললেন- "কোরান ছাড়া আর কোন বইই মানা যাবেনা"। তাদের একটি দল আছে যার নাম মুসলিমীন। শব্দের মধ্যে আমার কানে আসল মুসলিম লীগ। তিনি তার আলাপে বললেন- সব দলই তাদের ইচ্ছামত বই তৈরি করে নিয়েছে। কেউই আর কোরান মানেনা। একমাত্র আমরাই কোরান অনুযায়ী চলি। হাদিসের বই গুলো আমাদের বাপদাদারা তৈরি করেছে, তাই হাদিসও মানা যাবেনা। সামনের যাত্রী নেমে যাওয়ার সময় তিনি তার মোবাইল নাম্বার নিলেন এবং পরে যোগাযোগ করবেন বলে জানালেন। তারপর তিনি বললেন- আমাদের দলটা এখন খুব ছোট তাই এভাবে দাওয়াতী কাজ করছি, একসময় আমরা আত্মপ্রকাশ করব।
কিছুদুর এসে আমি নেমে পড়লাম। ভাড়া দেওয়ার সময় বললাম আপনাদের দলের নাম কি মুসলিম লীগ? তিনি বললেন- না, আমাদের দলের নাম মুসলিমীন। আমি বললাম - হাদিস কি মানা যাবে না, বিশেষকরে সিহাহ সিত্তাহ হাদিস গ্রন্থসমুহ? তিনি বললেন - কোরানের আরেক নাম হাদিস, কোরানই হচ্ছে হাদিস। আর এসব বুখারী শরীফ টরীফ তো আমাদের বাপ দাদাদের তৈরি। তার কথাগুলি আমার পছন্দ হচ্ছেনা, তাই আর কথা না বাড়িয়ে চলে আসলাম।
ব্লগে বিচরনকারী ব্লগার ভাইয়েরা কি এদের সম্পর্কে কিছু জানেন?
বিষয়: বিবিধ
১৪৮৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন