ইসলামের দৃষ্টিতে স্বামীর নামে নামকরণ ...... ( হাত তুলেন তো ভ্রাতারা কে কে বিয়া কইরাই ভাবীদের নামের সাথে নিজের নাম জুড়ে দিয়েছেন? ) ......
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ১৭ এপ্রিল, ২০১৫, ০৯:০৩:৫৯ রাত
>ইসলামী শরীয়ার দৃষ্টিতে এটা ঠিক নয়...! মুসলিম নারীদের উচিত বিয়ের পর ও তার পৈত্রিক নাম ঠিক রাখা! কারন কিয়ামতের মাঠেও প্রত্যেককে তার বাবার নাম ধরে ডাকা হবে! হাদীসের কিতাবসমূহে এ সঙ্ক্রান্ত অনেক হাদীস আছে! এবং বাবা কতৃক প্রদত্ত নাম ঠিক রাখার জন্য আল্লাহ্ তা’আলা আমাদের নির্দেশ দিয়েছেন! কারন অই নামটি ব্যক্তির বংশের পরিচায়ক! (আল কুরআন , ৩৩:৫ ) ! নিজের নামের সাথে স্বামীর নাম জুড়ে দেয়ার নজির আমাদের প্রিয় নবী (স) এর স্ত্রীগণ ও যুক্ত করেন নি! হযরত আয়েশা সিদ্দিকা (রা) বিয়ের পর তার নাম পরিবর্তন করে আয়েশা মুহাম্মদ রাখেন নি! বরং তিনি তাঁর পিতা আবুবকর সিদ্দীকের (রা) পরিচয় অক্ষুন্ন রেখেছেন! ( এ বিষয়ে আরো বিস্তারিত জানতে ক্লিক করুন আজকের ইত্তেফাকের ধর্মচিন্তা বিভাগে- ১৬ পৃষ্ঠা ) !
> কিন্তু আমাদের দেশে পশ্চিমা বিশ্বকে অনুসরণ করতে গিয়ে হাল জামানার একটা ফ্যাশনের রীতি করে ফেলেছে অনেকে বিয়ের পর-ই স্ত্রীর নামের সাথে নিজের নাম জুড়ে দেয়া!!!!! যেগুলোর কোন ভিত্তি নেই ইসলামী শরীয়াতে!!!! আবার অনেকে প্রেমে পড়িয়াই প্রেমিকারে তার নামের সাথে নিজের নামটা জুড়ে দিতে বলেন!!!
>আমি বাপু যদি বিয়ে হয় তখন আমার নামের সাথে চৌধুরী বাদ দিয়ে আজাইরা কারো নাম - ঈপ্সিতা হাসান (ইয়াক ইয়াক) / আহনাফ/ আহমেদ / মাহমুদ / রায়হান...কিংবা হাম্বা এইটা সেইটা জুড়তে রাজী না... দরকার হলে হাম্বারে বলুম চৌধুরী অ্যাড করতে...হিহিহি! যদিও হাম্বা আমার নামের সাথে নিজের নাম জুড়ে দিতে বারবার বলে!!!!
>এখন হাত তুলেন তো বিবাহিত ভ্রাতারা আর প্রেমিক ভ্রাতারা কে কে বিয়ের পর-ই ভাবীর নামের সাথে নিজের নাম জুড়ে দিয়েছেন? কে কে লুতুপুতু প্রেমে প্রেমিকারে/ জিএফকে নিজের নামের সাথে আপনার নাম জুড়ে নিতে বলেছেন?
বিষয়: বিবিধ
১৩০০ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এইভাবে স্বামির নামে চিহ্নিত হওয়াটি ইউরোপিয় স্টাইল।
কোনভাবেই ইসলাম সম্মত নয়।
শেষ প্যারার উত্তরে যতটুক জানি সাহিত্যিক আবু সাইয়িদ আইয়ুব গেীরি দত্ত কে বিয়ের পর কিছুদিন নিজের নাম আবু সাইয়িদ আইয়ুব দত্ত লিখতেন!! তবে এটা বেশিদিন টিকেনি।
আমি বাপু যদি বিয়ে হয়.......... চৌধুরী কার নাম? আপনার দাদার নাকি পিজার? বিয়ের পিড়িতে বসার আগে শর্ত দিয়ে সাইন বোর্ড টাঙ্গিয়ে রাখবেন। ধন্যবাদ।
আপনি তা হলে হাম্বার সাথেও বিবাহ বসতে রাজি, তাই না আপি! রাগ করবেন না প্লিজ
মন্তব্য করতে লগইন করুন