মহান শহীদ কামারুজ্জামান স্মরণে

লিখেছেন লিখেছেন মৃনাল হাসান ১৩ এপ্রিল, ২০১৫, ০৯:১৬:৪৯ সকাল

ফাঁসির মঞ্চে গেয়ে গেলে জীবনের জয়গান।

'আল্লাহই দিতে পারে, নিতে পারে প্রান"

শুনালে অমিয় বানী।

দিকে দিকে উঠিছে ধ্বনি,

কাঁপিতেছে চারিধার-

আল্লাহু আকবর, আল্লাহু আকবর।

তোমার পতাকা দিয়ে গেলে যারে,

সে কি অবহেলিতে পারে?

যে কাজ গেলে রেখে,

জীবনের সুখে দুখে,

তাহারেই করিব জীবনের ধ্রুবতারা।

যাও প্রিয় যাও, ডাকিতেছে প্রভু,

তোমার পথ- আমার পথ, ভুলিব না কভু।

প্রভুর ডাকের অপেক্ষায়,

আছি তব সাক্ষাতের আশায়।

বিষয়: বিবিধ

১১৫৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314592
১৩ এপ্রিল ২০১৫ দুপুর ১২:১০
আশাবাদী যুবক লিখেছেন : মাশাআল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File