আমাকেও ফাঁসিতে ঝুলানো হবে
লিখেছেন লিখেছেন মৃনাল হাসান ০৩ নভেম্বর, ২০১৪, ০৬:৪৪:৪৮ সন্ধ্যা
আমাকেও ফাঁসিতে ঝুলানো হবে,
আমিও ফাঁসির সেলে দিন গুনব!
কারো চেতনার সাথে সহমত নই,
স্বপ্নপুরণের সহযোগী নই।
তাই, আমাকেও ফাঁসিতে ঝুলানো হবে,
আমিও ফাঁসির সেলে দিন গুনব!
আমার কোন অপরাধ নেই,
অপরাধীর সমাজে সেটাই অপরাধ।
কারো অধিকার হরণ করিনি,
তাই, আমার নাই অধিকার,
বেঁচে থাকার।
আমাকেও ফাঁসিতে ঝুলানো হবে,
আমিও ফাঁসির সেলে দিন গুনব!
মৃত্যুর মুহুর্তগুলো উপভোগ করব,
প্রভুর সাথে সাক্ষাতের পুর্ব মুহুর্ত,
তার আয়োজন করবো।
মৃত্যু আয়োজনের এই তো সময়।
আমাকেও ফাঁসিতে ঝুলানো হবে,
আমিও ফাঁসির সেলে দিন গুনব!
বিষয়: বিবিধ
১৫৭০ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
"আমার কোন অপরাধ নেই,
অপরাধীর সমাজে সেটাই অপরাধ!"
নিষ্ঠুর বাস্তবতাকেই যেন তুলে ধরেছেন ভাই......!!!
অনেক ধন্যবাদ আপনাকে!
মন্তব্য করতে লগইন করুন