ছাত্র রাজনীতি বন্ধ করুন---
লিখেছেন লিখেছেন সুজা মানুস ১৭ জুন, ২০১৪, ০২:১৫:৫৯ রাত
দেশের ছেলে-মেয়েদের শান্তি হালে লেখা-পড়া করতে দিন।লেখা-পড়ার সাথে ছাত্র রাজনীতির কোন দরকার নাই।প্রধানমন্ত্রী বলেছেন,লেখাপড়া আর রাজনীতি ২টা একই সাথে করতে হবে।
কিন্তু নিজের ছেলেকে পড়া শেষ করতে আমেরিকা কেন পাঠালেন?
বড় রাজনীতিবিদদের ছেলে-মেয়েদের পড়তে বাইরে পাঠান কারন চান না ছাত্র রাজনিতির যাঁতাকলে নিজেদের সন্তান নষ্ট হক।নিজেদেরটা বেশ ভাল বুঝেন,তাই বাইরে পাঠান।এটা উনাদের দ্বৈত নীতি।বিএনপি,আওয়ামীলীগ,শিবির নেতাদের সবার ছাত্র নিরভর রাজনীতি পরিহার করা উচিত।উন্নত দেশগুলুতে ছাত্র রাজনীতি নাই,তাই দেশ থেকে ছাত্ররা বাইরে আসতে চায় পড়তে।তাই দেশের সারথে সবাই ছাত্র রাজনীতি বন্ধ করুণ।আজ ছাত্রলীগ মারছে ছাত্রদল,শিবিরকে কাল ছাত্রলীগ মার খাবে।এটা পালাক্রমে চলবে কেয়ামত পর্যন্ত,তাই ছাত্র রাজনীতি বন্ধ আইন করে দেশের সন্তানদের মঙ্গল করুন।
বিষয়: বিবিধ
১০১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন