এই পা'এ ভর করে দিনে পাঁচবার-
লিখেছেন লিখেছেন হককথা ১৭ জুন, ২০১৪, ০২:৩৫:২৭ রাত
এই পা'এ ভর করে দিনে পাঁচবার-
মসজিদেতে যেতাম ছুটে-
পেতে আল্লাহরও দিদার!
সেই পা'টিই নিলে কাটি-
বন্ধু, ছিল কী তা এতই দরকার?
দু:খ আমার নেই যে মনে-
ক্ষোভ করি না কোনো।
প্রাণটুকুও মোর দিতে পারি-
দ্বীনের তরে জেনো।
পা গেছে যাক,
স্বাধের বাংলা মুক্তি পাক-
আমার পদাঘাতে হবেই হবে জালিম ছারখার।
যে মাটি সিক্ত হলো আজ আমার খুনে
সেই সে মাটি রইলো বাঁধা রক্ত ঋণে-
ঠিকই একদিন, শুধবে এ ঋণ,
পাবে না কোনো পথ পালাবার।
বিষয়: বিবিধ
১৫১৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ, দ্যা আলটিমেট বিচারক।
এ পথ এমনই ? কুসুমাস্তীর্ণ নয়, কন্টোকাকীর্ণ !
যা প্রত্যাশিত, তাতে কষ্ট কিসের ? দুঃখই বা কেনো ?
নিজেকে এপথে বিলিয়ে দিতেই, একাফেলার হাঁটাচলা । ।
মন্তব্য করতে লগইন করুন