এই পা'এ ভর করে দিনে পাঁচবার-

লিখেছেন লিখেছেন হককথা ১৭ জুন, ২০১৪, ০২:৩৫:২৭ রাত



এই পা'এ ভর করে দিনে পাঁচবার-

মসজিদেতে যেতাম ছুটে-

পেতে আল্লাহরও দিদার!

সেই পা'টিই নিলে কাটি-

বন্ধু, ছিল কী তা এতই দরকার?

দু:খ আমার নেই যে মনে-

ক্ষোভ করি না কোনো।

প্রাণটুকুও মোর দিতে পারি-

দ্বীনের তরে জেনো।

পা গেছে যাক,

স্বাধের বাংলা মুক্তি পাক-

আমার পদাঘাতে হবেই হবে জালিম ছারখার।

যে মাটি সিক্ত হলো আজ আমার খুনে

সেই সে মাটি রইলো বাঁধা রক্ত ঋণে-

ঠিকই একদিন, শুধবে এ ঋণ,

পাবে না কোনো পথ পালাবার।

বিষয়: বিবিধ

১৫১৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

235644
১৭ জুন ২০১৪ রাত ০২:৪১
সাদাচোখে লিখেছেন : আল্লাহু আকবার।

আল্লাহ, দ্যা আলটিমেট বিচারক।
১৭ জুন ২০১৪ রাত ০২:৫০
182168
হককথা লিখেছেন : আল্লাহর ফয়সালার অপেক্ষায় আছি আমরা। সম্ভবত সে ফয়সালা খুব বেশী দুরে নয়।
235645
১৭ জুন ২০১৪ রাত ০২:৪৬
সন্ধাতারা লিখেছেন : The greatest justice will judge one day where nobody will be able to escape.
১৭ জুন ২০১৪ রাত ০২:৫৩
182169
হককথা লিখেছেন : May Allah make them accountable soon.
235649
১৭ জুন ২০১৪ রাত ০৩:৪১
ভিশন২০২১ লিখেছেন : রক্তের বদলে রক্ত চাই.....
১৮ জুন ২০১৪ রাত ০৪:০০
182610
হককথা লিখেছেন : রক্তের বদলে রক্ত নয়, অনুশোচনার অশ্রু চাই।
235652
১৭ জুন ২০১৪ রাত ০৩:৫৪
জাকির হোসাইন আজামী লিখেছেন : হে পশুরা ! আমার এ ভাই যাবে জান্নাতে আর তোদের ঠিকানা জাহান্নামে ।
১৮ জুন ২০১৪ রাত ০৪:০১
182611
হককথা লিখেছেন : কর্তিত এই পা একদিন হাসরের মাঠে তার মালিকের কাছে স্বাক্ষ্য দেবে ইনশাআল্লাহ, সে কর্তিত হয়েছে আল্লাহর রাস্তায় জিহাদে!
235657
১৭ জুন ২০১৪ রাত ০৪:৪৯
দুর দিগন্তে লিখেছেন : নাহ, কষ্ট পাইনি, আমি জানি,
এ পথ এমনই ? কুসুমাস্তীর্ণ নয়, কন্টোকাকীর্ণ !
যা প্রত্যাশিত, তাতে কষ্ট কিসের ? দুঃখই বা কেনো ?
নিজেকে এপথে বিলিয়ে দিতেই, একাফেলার হাঁটাচলা । ।
১৮ জুন ২০১৪ রাত ০৪:০২
182612
হককথা লিখেছেন : আল্লাহ এে ক্ষত্রে আমাদের সবাইকে ধৈর্য ধরার তওফিক দিন, আমিন।
235677
১৭ জুন ২০১৪ সকাল ০৯:৫৮
সিটিজি৪বিডি লিখেছেন : ইনশাআল্লাহ শহীদের রক্তের বিনিময়ে এদেশে ইসলাম প্রতিষ্টা হবে। আল্লাহ্ই এই জালিমদের অবশ্যই বিচার করবেন।
১৮ জুন ২০১৪ রাত ০৪:০২
182613
হককথা লিখেছেন : রক্ত যখন ঝরা শুরু হয়েছে, জীবন যখন আল্লাহর রাহে যাওয়া শুরু হয়েছে, তখন কোনে শক্তি নেই এ মাটিতে ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখে।
235876
১৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : মাতা নাছরুল্লাহ ? ( আল্লাহর সাহায্য কখন আসবে ? )
১৮ জুন ২০১৪ রাত ০৪:০৮
182614
জাকির হোসাইন আজামী লিখেছেন : "আলা-ইন্না নাছরাল্লাহি ক্বরীব" = শুনে রাখ , নিশ্চয় আল্লাহ্‌র সাহায্য নিকটে ।
১৮ জুন ২০১৪ দুপুর ১২:৫৯
182686
হককথা লিখেছেন : ইনশা্ল্লাহ সে সাহায্য আর বেশী দুরে নয়। ইমান, ত্বাক্বওয়া আর আমলে আমাদের আরও একটু উন্নত হতে হবে, তা হলেই ইনশাআল্লাহ, আল্লাহর সাহায্য নেমে আসবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File