কষ্ট পাইনি
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ১৭ জুন, ২০১৪, ০৪:০৫:০৯ রাত
নাহ, আমি কষ্ট পাইনি, জানি,
এ পথ এমনই ? কুসুমাস্তীর্ণ নয়, কন্টোকাকীর্ণ !
যা প্রত্যাশিত, তাতে কষ্ট কিসের ? দুঃখই বা কেনো ?
নিজেকে বিলিয়ে দিতেই, একাফেলায়, এপথে হাঁটাচলা । ।
এ এমন নতুন কিছু নয়, যে মুশড়ে পরবো,
মতিহারের ফুলগুলোর রঙ যখন ফেকাসে হয়,
তখনি পবিত্র রক্তের খুণ ঝরে এই জমিনে,
শিবিরের প্রবাহমান রক্তবন্যায় প্রকৃতিতে ঘটে,
নতুন প্রাণের উম্মেস, খুলে প্রাপ্তির দুয়ার । ।
ক্যাম্পাসের নিকৃষ্ট কীটগুলো এ বানেই ভেসে যায়,
জাহান্নামের তলদেশে এক অনন্তকালের যাত্রায়,
সাতশো তেপ্পান্ন একর মতিহার তখন ফিরে পায়,
নতুন এক ঝকঝকে কলঙ্কহীন গতর । ।
ফিরে আসে বৃক্ষ-তরুলতায় মনোমুগ্ধকর আবেশ,
অগনিত তরুন নির্ভয়ে এজ্ঞানের শহর বিচরন করে,
কারণ,নিরাপত্তার অতন্দ্রপ্রহরীরা জেগে ওঠে, সতর্ক করে ,
প্রভূর শ্রেষ্ঠত্ব ঘোষনার স্বাক্ষী হয়ে দাঁড়ায় তখন
যূগেযূগে রাসেলদের বিচ্ছিন্ন মোবারাক কদম । ।
মোশাররফ.১৭.০৬.১৪
বিষয়: বিবিধ
১১১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন