হে আমার আত্মার আত্মীয়!
লিখেছেন লিখেছেন বটবৃক্ষ বলছি ২৩ জুলাই, ২০১৩, ০১:৫৭:৫৪ দুপুর
হে আমার আত্মার আত্মীয়!
আপনাকে নিয়ে লিখতে বসেছি আমি নিরালায়। আপনাকে নিয়ে লেখারত অবস্থায় আমি আচমকা থমকে গেলাম! আশ্চার্য! হঠাৎ দেখি, আমার হাতের কলমটা অঞ্জলীর মাঝে নড়ছে! হৃৎপি- আমার অতি দ্রুত ওঠানামা করছে! আমি মনোযোগী হলাম আমাকে নিয়ে, কেন এমনটি হল? কারণ খুঁজতে যা পেলাম তাহল- আমি কাকে নিয়ে লিখছি? আপনাকে? সে যোগ্যতা কি আমার আছে? আছে কি কলমের জোর? কত মহৎ আপনি! কত উদার আপনার মন! অফুরন্ত আপনার হৃদয়ের ভালোবাসা! বহু গুণাবলী সম্পন্ন অনন্য আপনার জীবন। আপনার সেই গুণী জীবনের মাপকাঠী স্ব স্ব স্থানে রেখে আপনাকে উপস্থাপন করতে পারবো কি? তাই যত বিচলতা! বিচলিত হয়ে আমি থমকিত, স্তম্ভিত! থমকিত আমার কলম। তারপরও সান্ত¦না এইটুকু যে, আপনার উছিলায় যদি আমি অধমের মুক্তির দুয়ার খুলে যায়! অধম আমি যদি নাযাত পেতে পারি পরকালে আপনার সুমহিমায়! তাতেই ধন্য হব আমি। ধন্য হবে আমার দোজাহানের জীবন। মোনের সেই সান্ত¦নায় সাহস পেয়েছি প্রবলভাবে। শুধু আবেগের তাড়নায় নয়, মুক্তির চেতনায় আপনাকে নিয়ে নির্ভয়ে কলম চালাচ্ছি পুনুরায়, শুভ্র খাতায়...।
বিষয়: বিবিধ
১৪৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন