"ঈদ যখন কষ্টকে আরো বাড়িয়ে দেয়...!!!"

লিখেছেন লিখেছেন বটবৃক্ষ বলছি ০৯ আগস্ট, ২০১৩, ০৫:০৬:০৭ বিকাল



ঈদে আমরা আনন্দ করছি, করতাছি...তাইনা? যতটা চাচ্ছি কেউ তার বেশি, কেউ কম, আনন্দ পাচ্ছি ও দিচ্ছি। অথচ আমাদের আনন্দের খুব কাছাকাছি আরেকজনের এই ঈদের কারণেই কষ্ট বেড়েছে, আজকের এই ঈদের দিনটাতে কারো কারো হাহাকার বেড়েছে। চোখে পানি ঝরছে অবিরাম...! সাভার ট্রাজেডী, মতিঝিলের কালো রাত মায়ের কোল খালি করে, কেড়ে নিয়েছে বহু তরতাজা প্রাণ! কেড়ে নিয়েছে মায়ের বড় প্রিয় আদরের সন্তান!

কি জবাব আছে? কি বুঝ আছে আজ এই জাতির কাছে? যে জবাব ও বুঝকে ধারণ করে, ঐ মমতাময়ী মা নিজেকে সান্ত্বনা দিয়ে, এই ঈদ পালন করবে?! হাসবে, আনন্দ করবে?! নেই, নেই! কোনো জবাব, কোনো যুক্তি, কোনো বুঝ ঐ মা-বাবা, ভাই-বোনের কাছে নেই। যাকে পুঁজি করে তারা শান্ত হবে, এমন কোনো কিছুর আলামত বা চিহ্ন এই কুলীগ সরকার রাখেনি!!!

তাইতো ঈদের আনন্দে একদিকে মাতামাতি, উল্লাস চলছে...! আর অন্যদিকে প্রাণপ্রিয় সন্তানহারা মা শুধু কেঁদেই যাচ্ছে...!!! আমি ঐ দুখি মায়ের কান্না দেখে বেদনায় আটকে গেছি! আমি পারিনি সামনে এগুতে, আনন্দ খুঁজতে! পারিনি চোখের পানি ধরে রাখতে!!!

বিষয়: বিবিধ

১২৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File