আদর্শ..!!
লিখেছেন লিখেছেন বটবৃক্ষ বলছি ২৫ জুলাই, ২০১৩, ০৩:৩১:২৬ দুপুর
আদর্শ বিমূর্ত,
আদর্শকে দেখা যায় না সত্য,
তবে আদর্শবান মানুষের কর্মপাতায়,
আদর্শকে জীবন্তরূপে দেখা যায়।
মানুষের প্রার্থনায়,
মানুষের স্বভাবে,
মানুষের জীবনাচরণে,
দৈনন্দিন মানুষের কার্যকরণে,
আদর্শ অঙ্কিত হয়।
জীবন্তরূপে হিসেবে তাই
দৃষ্টান্ত হয়ে রয়।
বিষয়: বিবিধ
১২৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন