রমজানে
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৩ জুলাই, ২০১৩, ০২:২৮:৫১ দুপুর
বলুন কে কম জানে
প্রতিবার রমজানে
জিনিসের বাড়ে দাম,
নিয়ম তো হয়ে গেছে
ধনীদের সয়ে গেছে
আমাদের ছাড়ে ঘাম।
বেতনের আনা-পাই
বউয়ের জানা তাই
কথা শুনি বারেবারে-
‘আগে থেকে মানা করি
যা-ই আছে টাকা-কড়ি
দিও নাকো ধারেটারে'।
বিষয়: বিবিধ
৭৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন