স্বচিত্ত উদারিনি .....শাহ্‌ সরকার মুহাম্মদ ফারুক

লিখেছেন লিখেছেন অজানা নগরীর ফারুক শাহ্ ২২ জুলাই, ২০১৩, ০৯:৫৬:৩৫ রাত



অশ্রু মুছো হে বিনয়ী

ক্রন্দন জল ঘুচাও তোমার

তুমি জাগ্রত কিরণ ভোরে ,

তুমি শস্য ফোটায়ে ধন্য পুন

সঞ্চয় সাঝিয়া সঞ্চয়ী রাজে

তুমি অপার সাঁঝো বিন্দু মাঝে সিন্দু গড়ে ।

তুমি মায়াময় শক্তির অধিকারী

তুমি নিত্য সঞ্চারিণী ,

তুমি তৃপ্ত মনোহরিনি

তুমি স্বচিত্ত উদারিনি ।

তুমি আত্ম ভোলার চিত্ত রাঙ্গাও

ঊষায় বাঁধো আলো ,

রাঙ্গিনি যামিনী তুমি কল্প হরিণী

তুমি মুক্ত বিহারে দ্বীপ জ্বালো ।

বিষয়: বিবিধ

৯৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File