চাই তান্ত্রির অভিযান ...... শাহ্‌ সরকার মুহাম্মদ ফারুক

লিখেছেন লিখেছেন অজানা নগরীর ফারুক শাহ্ ২১ জুলাই, ২০১৩, ০৯:৫৩:১৩ সকাল



দীর্ঘকাল সয়েছি ব্যথা

হেঁটেছি দুর্গম পথ ,

কান্তার মরু দিয়েছি পারি

চাহিনি কভু রথ ।

দোলায়িত পবন করে দেয় যখন

ধূলিময় সারা ঘাট ,

বজ্র তপ্তে খুনের রক্তে

দেখেছি রাঙ্গিত পথ মাঠ ।

গর্জিয়া আজ উঠেছে সাঁঝ

মহাকাশ দেখি ভার ,

কৃত্তিম রশ্মি তিমির শশী

বেদনায় গর্জিত পূর্ণ বার ।

পারাবার ঢেউ সন্তরণ করে

উঠি গিরিমরুর সীমান্তে ,

দুস্তর আজ হয়েছে বাজ

খঞ্জরী ত্রান শপথের প্রান্তে ।

নাহিনি এখনো বুকে আঘাত বড়

গিরি সংকটের মাঝে পথ ,

সাইমুমের পাল দুর্গম ভয়াল

মাঝে জাগিছে অভিরত ।

সয়েছি তিমির অলক্ষে ভীর

সঞ্চিত ব্যথায় ঘুষিয়াছে প্রাণ ,

এ সংকট মরু আর কত দেব পার

চাই তান্ত্রির অভিযান ।

বিষয়: বিবিধ

৯৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File