আওয়ামী-লীগের ব্যর্থতা বনাম সাফল্য । আপডেট এবং রিপোস্ট
লিখেছেন লিখেছেন কিওয়ার্ড ২৩ অক্টোবর, ২০১৩, ০৪:৫৩:১২ বিকাল
৫ বছর তো শেষ। যারা ভ্যাট দেন, আপনাদের দেখা উচিত থেকে ভ্যাট নিয়ে তারা কোন কাজে তা ব্যয় করছে। আর আপনার ভেবে দেখা উচিত মূল্যবান ভোটটি সুপাত্রে গিয়েছে? ব্যর্থতা গুলোঃ
***... সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস তুলে দেওয়া।
***... পিলখানা হত্যাকাণ্ড ( ৫৭ অফিসার পৃথিবী বিখ্যাত হত্যাকাণ্ড )
***... শেয়ার বাজার দুর্নীতি ( ৪০ হাজার কোটি টাকার বেশি। সর্বস্ব হারিয়েছে ৩৩ লাখ বিনিয়োগকারী)
***... সীমান্ত হত্যাকাণ্ডে নীরবতা
*** ... সমস্ত জাতিকে বিভক্ত করা।
***... হত্যার রাজনীতি শুরু ( শাপলা গণহত্যা, মিছিলে নির্বিচারে গুলি করে হত্যা।
***... ভারতের সাথে গোপন চুক্তি
***... তত্ত্বাবধায়ক বিলুপ্তি আইন
***... স্কাইপি স্কান্ডেল জিয়ারউদ্দিনের পদত্যাগ ( আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কলঙ্ক)
***... সাভারের রানা প্লাজা ধসে ১১শ'র বেশি শ্রমিকের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের জন্য শেষ পর্যন্ত অগ্রাধিকার বাজার সুবিধা বা জিএসপি স্থগিত
***... বিচার বিভাগকে ধ্বংস।
... এইচএসবিসি ব্যাংক এর ৫ হাজার কোটি টাকার দুর্নীতি
... হলমার্ক দুর্নীতি ( ২ হাজার ৬৬৮ কোটি )
... তৌফিক এলাহী ও জয়ের ৫ মিলিয়ন ডলার ঘুষ কেলেঙ্কারী
... ডেসটিনি ,ইউনিপেটুইউ, পদ্মা সেতু , রেলওয়ে, ভিটামিন এ ক্যাপসুল , বিসমিল্লাহ গ্রুপ , কেলেংকারী
... কুইক রেন্টাল দুর্নীতি
... গ্রামীন ব্যাংক কেলেঙ্কারী
... জ্বালানি খাতের দুর্নীতি
... পদ্মা সেতু দুর্নীতি
... এমপি শাওনের হাতে ইব্রাহীম হত্যাকান্ড
... নাটোরে ক্যামেরার সামনে চেয়ারম্যান সানাউল্লাহ বাবুর হত্যা
... বিচার বহির্ভূত হত্যাকাণ্ড
... ইডেন কলেজে ছাত্রলীগের জোরপূর্বক দেহব্যবসা
... সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড
... ছাত্রলীগের প্রশ্রয়ে দেশব্যাপী ইভটিজিং
... চৌধুরী আলম ও ইলিয়াস আলী গুম
... বিশ্বজিৎ হত্যাকাণ্ড
... ছাত্রলীগ থেকে পুলিশে গোপন নিয়োগ
... বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা
... আইনশৃংখলা পরিস্থিতির চরম অবনতি
... গ্যাস- বিদ্যুৎ- পানি সংকট
... টিপাইমুখ বাঁধ
... পুলিশি হামলায় একাধিক দফায় শিক্ষক হত্যা
... ছাত্রলীগের ভর্তি-টেন্ডার-দখল-চাপাতি বাণিজ্য
... ধর্ষণের সেঞ্চুরী
... শৃংখলা রক্ষার নামে দেশব্যাপী গণহত্যা
... হিন্দুদের আস্ফালন ও ইসলামের অবমাননা
... পুলিশ বাহিনীর উন্নতি করণ করে জঙ্গি বাহিনী করন।
... ফ্লাইওভারের নির্মানখরচ উন্নত দেশের খরচের তুলনায় কমপক্ষে ৪ গুন
... 3G স্পেকট্রাম ডিস্ট্রিবিউশনে ব্যাপক দুর্নীতি
... ভারতীয় এয়ারটেল-কে ফ্রি 2G স্পেকট্রাম দান
... ভারতে পানির দামে ১০০ জিবি ব্যান্ডউইথ ২০ বছরের জন্যে
... সুন্দরবন ধ্বংসের শংকার মধ্যেও রামপাল পাওয়ার প্ল্যান্ট — উদ্দেশ্য ভারতীয় কয়লার বাজার সৃষ্টি (ভারত ২য় বৃহত্তম কয়লা উত্তোলনকারী দেশ)
... মাদ্রাসা ছাত্রদের ঢাবিতে ভর্তিতে নিষেধাজ্ঞা
... মাঠ পর্যায়ে তাফসীর মাহফিল নিষিদ্ধ এমনকি ১৪৪ ধারা ও জারি
... ৫ম সংশোধনী বাতিল করে ৭২ এর অভিশপ্ত সংবিধাকে পুনর্জীবিত করা
... তেল গ্যাস জ্বালানী বিদ্যুতের দাম অস্বাভাবিক বৃদ্ধি সহ দ্রব্যমূল্যের অসহনীয় বৃদ্ধি।
... সার্বিক দলীয়করণ
... কোটি কোটি টাকা অপচয় করে নাম পাল্টানো । E - জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর।
... নবম-দশম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ে ১৩ জন ভারতীয় কবির কবিতা সংজোজন করা হয়েছে, 'মাগো ওরা বলে' 'বঙ্গবাণী ' কবিতা বাদ দেয়া হয়েছে।
... ভারতকে বাংলাদেশের জমি একতরফা প্রদান
... বেগম খালেদা জিয়াকে তার তিন যুগের ক্যান্টনমেন্টের বাড়ি থেকে ঈদের পূর্বদিন অমানবিকভাবে উচ্ছেদ।সাফল্য গুলোঃ
***...3জি চালু করা এবং সারাদেশের ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট সেবা প্রদানের লক্ষে কাজ করে যাওয়া।
***... ৭ টা নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার, গ্যাস উত্তোলন শুরু
*** ... যুদ্ধাপরাধের বিচারের পদক্ষেপ গ্রহণ
***... অনেক গুলো নতুন বিশ্ববিদ্যালয় চালু
***... বেসরকারী প্রাথমিক স্কুল জাতীয় করণ
**... দেশিয় তৈরি যুদ্ধ জাহাজ সংযোজন
**... সামরিক বাহিনীর আধুনিকি করণ
**... বিদ্যুৎ উৎপাদন ৪০০০ মেগাওয়াট থেকে ৮১০০ মেগাওয়াট। আরও ২০০০ মেগাওয়াটের কাজ চলতেছে। ৪০০০ মেগাওয়াটের কাজ পাইপ লাইনে আছে।
**... ইন্টারনেট এর দাম কমানো
**... দেশের রিজার্ভ ৬ বিলিয়ন ডলার থেকে ১৫ বিলিয়ন ডলারে উন্নতি করন**... তৃতীয় কর্ণফুলী ব্রিজ
**... বন্ধ হয়ে যাওয়া অনেক জুট মিল চালু করণ, যার বেশীর ভাগ খুলনায়
**... রংপুর কে বিভাগ, কুমিল্লা, গাজিপুর এবং রংপুর কে সিটি কর্পোরেশন ঘোষণা।
*... শেখ মুজিব হত্যার বিচার ।
*... কক্বাজারে নতুন আন্তর্জাতিক মানের স্টেডিয়াম এবং বিমান বন্দর নির্মাণ, খুলনার স্টেডিয়াম কে আন্তর্জাতিক মানের করে তোলা।
*... কর্ণফুলী নদির নিচ দিয়ে ট্যাঁনেল তৈরির নতুন পরিকল্পনা গ্রহণ
*... শিক্ষা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ( ভালো খারাপ ২ টাই হইছে তয় আমার ১৩ টা বাইজ্জা গেছে)
*... কয়েকটি ফ্লাই ওভার কাজ চালু ( মিরপুর , টঙ্গি,কুরিল, গুলিস্থান , মগবাজার ) ও হাতির ঝিল প্রকল্প
# পারমানবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে কাজ শুরু। ( এটা কোন স্টার নাই , ভয়ংকর এক জিনিস)
সরকারের সেরা ব্যর্থতা গুলোঃ সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস তুলে দেওয়া সহ সর্বক্ষেত্রে ইসলাম বিরোধিতা, বিচার বিভাগকে ধ্বংস, সমস্ত জাতিকে বিভক্ত করা , হত্যার রাজনীতি শুরু, ও সব মিলিয়ে লক্ষ কোটি টাকার দুর্নীতি।
সরকারের সেরা সাফল্য গুলোঃ 3জি চালু করা ও ইন্টারনেট এর দাম কমানো, বিদ্যুৎ সরবরাহ বাড়ানো, যুদ্ধাপরাধের বিচারের পদক্ষেপ গ্রহণ মাধ্যমে অনেক সত্য উন্মোচন করা ।
এখানে ব্যাক্তিগত সংগ্রহ এবং ফেসবুকে মানুষের আলোচনার টপিক উঠে এসেছে। কোথায় ও যোগ - বিয়োগের কিছু মনে হলে জানাবেন। আপডেট করে দেব।
বিষয়: রাজনীতি
১৮১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন