তিস্তার পানির বিনিময়ে স্থল করিডোর চাইবে ভারত !

লিখেছেন লিখেছেন কিওয়ার্ড ১৪ জুন, ২০১৪, ০৮:১৯:৩০ সকাল

খবর ... সুষমার ঢাকা সফর

তিস্তার পানির বিনিময়ে স্থল করিডোর চাইবে ভারত

এ যেন সোলায়মান (আঃ)কে বিপদে ফেলা সেই তিমি মাছের হা। দিতেই থাক দিতেই থাক ইহার পেট পুরবে না। ... আমাদের একমাত্র সমস্যা হচ্ছে তলা বিহীন নেত্রী। কি রকম বক্কর নেত্রী হলে ভারত এই দাবি তোলার সাহস করতে পারে চিন্তা করা কঠিন।

শুধু তিস্তার জন্যই যদি করিডোর চাওয়া হয় তাহলে ... "অভিন্ন নদীর পানি বণ্টন, বাণিজ্য ঘাটতি, সমুদ্রসীমা, সন্ত্রাসবাদ-বিচ্ছিন্নতাবাদ ও অপরাধ " এই সমস্যা গুলো সামাধানে এরা কোন লজ্জা ছাড়াই বলবে ... আমাদের কে তোমাদের দেশ নিয়ে দাও দেখবে, সব সমস্যা সামাধান হয়ে গেছে...

সীমান্ত হত্যার সামাধান চাইতে গেলে শেষ পর্যন্ত মোদি আবদার করে বসবে আমার কাছে হাসিনা-খালেদাকে বিয়ে দিয়ে দাও

তো এতদিন দাসগিরি করে, দেশের তেরটা বাজিয়ে, দেশের মানুষের বুকে গুলি চালিয়ে ভারত থেকে কি পেলেন হাসিনা? হয়ত উনি এটা ভুলে গেছেন, দাস তৈরি হয় খেদমতের জন্য অধিকার পাবার জন্য না ... উনি যত তারাতাড়ি এটা বুঝবেন ততই দেশের জন্য ভালো।

বিষয়: রাজনীতি

১১২৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234664
১৪ জুন ২০১৪ সকাল ১১:৪১
হতভাগা লিখেছেন : পানির যে কি মূল্য তা তৃষিত ব্যক্তি মাত্রই অনুভব করতে পারে ।

মরুভূমিতে এমন ঘটনা বিরল নয় যে এক কোষ পানির জন্য নিজের সাথে থাকা স্বর্নালংকারও দিয়ে দিতে কার্পন্য করে না ।

যেহেতে বাংলাদেশের উপর প্রবাহিত প্রায় সব নদীই ভারত হয়ে এসেছে , তাই ভারতের রাইট আছে সে নদীর গতি পথ আটকে দিয়ে সেটা নিজেদের সুবিধামত কাজে লাগাতে ।

জিনিসপত্রের ডিমান্ড বেড়ে গেলে বা সাপ্লাই কমে গেলে বিক্রেতা যেমন তার দাম বাড়িয়ে দেয় এবং বেঁচে থাকতে হলে ক্রেতাকে তা সয়ে নিয়ে কিনতেই হয় , তেমনি ভাবে পানির ডিমান্ড সারা বছরের , সারা জনমের ।

তাই এটার জন্য বাংলাদেশ ভারতের দয়ার উপর নির্ভরশীল ।

তবে বাংলাদেশীরা কিসমাতওয়ালা । বাংলাদেশ পারে ভারতের কাছে পানি পেতে তাদের রাস্তা দিয়ে ।
১৪ জুন ২০১৪ দুপুর ১২:১৮
181366
দ্য স্লেভ লিখেছেন : তবে ভারত আরও উজানের দেশ চায়নার বাধের ব্যাপারে আপত্তি জানায়
১৪ জুন ২০১৪ দুপুর ১২:২৭
181368
হতভাগা লিখেছেন : আপত্তি জানানোর ব্যাপারে গাডথস্‌ থাকতে । যার থাকে না তাকে সয়ে যেতে হয় ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File