গ্যালারীর দেশপ্রেম
লিখেছেন লিখেছেন কিওয়ার্ড ০৬ এপ্রিল, ২০১৪, ১০:২৮:৩৫ রাত
আজকের সকালে খবরের কাগজে একটা খবর ছিল, ৩ বাংলাদেশিকে ভারতীয়রা পিটিয়ে মেরেছে।
আপনার মনে প্রশ্ন জাগছে হয়ত, বিএসএফ না ভারতীয়? না আপনি ঠিকই পড়েছেন বিএসএফ নয় ভারতের জনগণ আপনার তিন ভাইকে মেরেছে পিটিয়ে। :'(
আর এখন স্টেডিয়াম দেখুন, গ্যালারীতে কিছু মানুষ, মরে যাওয়া ৩ জনেরই ভাই... আজকের দিনেও ভারতকে সাপোর্ট দিচ্ছে মাশাল্লাহ
অথচ, সেই ৪২ বছর আগের কাহিনী নিয়ে কি অপ্রয়োজনীয় রাজনীতিটাই না হচ্ছে!! আসলে পাকিস্তান বিরোধিতা আমাদের দেশপ্রেম মোটেও বাড়ায়নি। বাড়িয়েছে রাজনৈতিক অন্ধত্ব।
অদ্ভুত ... ঠিক নিচের ছবির যুক্তির মত
বিষয়: বিবিধ
১১৫৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন