জাহানারা ইমাম 'কেতাবী শহীদ জননী' - বঙ্গবীর কাদের সিদ্দিকী।

লিখেছেন লিখেছেন ফেরারী সম্রাট ২৩ অক্টোবর, ২০১৩, ০৪:৫৭:৫৮ বিকাল

জাহানারা ইমামের শুধু ১ ছেলে শহীদ হয়েছে তার পরেও তারা স্বামী স্ত্রী পাকিস্তান সরকারের অধীনে চাকুরীরত ছিলেন। অনেক অনেক মা আছেন যাদের একাধিক সন্তান শহীদ হয়েছেন। পাশাপাশি ঘরবাড়ি, সম্পত্তি বলতে এক চুল পরিমাণও অবশিষ্ট থাকেনি পাকিস্তানি সেনাদের অত্যাচারে। এক সন্তান হারিয়ে ও পাকিস্তানের গোলামী করে কেনো তাকে শহীদ জননী বলা হয়? আর বললে বাকী হাজার হাজার শহীদ মাতাদের দোষ কী? কারণ, উনি লেখাপড়া জানতেন তাই নিজের মতো করে আত্মকথা লিখতে পেরেছেন যা বাকীরা পারে নি।

কাদের সিদ্দিকীকে ধন্যবাদ এই কঠিন সময়ে হক কথা বলার জন্য। পাকিস্থানের চামচামি করে কিভাবে জননী হয়? মখা মন্ত্রী হৈতে পারলে আমাগো পাড়ার পাগলা আবুল কী দোষ করল? সেও তো কই, বেশি তেড়িবেড়ি করবি ধাক্কায় তোর দোকান ফালায় দিমু কইলাম! যৌবন আমার লাল টমোটোর গায়িকা যদি এমপি হতে পারে আমাগো পাড়ার ছকিনা কি দোষ করেছিল? সেও তো রাস্তায় রাস্তায় লাফায় লাফায় কত্ত সুন্দর সুন্দর করে গান করে!

হে আওয়ামী লীগ তুমি বড়ই এক আজীব চিজ!

বিষয়: রাজনীতি

১৩২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File