নবজাতকের জন্ম আর একটি শিশুর মৃত্যু

লিখেছেন লিখেছেন কাঁচের বালি ২৮ আগস্ট, ২০১৩, ০৮:৪৮:৩৪ সকাল



নবজাতকের জন্ম

আর একটি শিশুর মৃত্যু

কংক্রিটে ঢাকা পড়েছে

অগনিত মানুষের লাশ

ওরা কি জীবিত ?

নাকি শুধুই বেচে থাকার

আকুল আবেদন !

ওরা আমাদের কেউ না

তবুও ওদের কে বাচিয়ে তুলতে

কেন এত চেষ্টা .।

চারিদিকে হাহাকার

আর্তনাদ !!!

কেউ কি বেঁচে আছো ?

থাকলে সাড়া দিও

আমরা মানুষ

মানবতার তরে এগিয়ে এসেছি ।

একটু আশার আলো

যদি একটা মানুষকেও বাঁচাতে পারি !!

কিন্তু যারা ক্ষমতার ঐ নরম গদিতে বসে

ক্ষমতার স্বপ্ন দেখে ,

ওদের মৃত্যু চাই......মৃত্যু !

নিরিহ মানুষ কে বাঁচাতে না পারিস

অন্তত ওদের কে নিয়ে মিথ্যা বলিস না

ঐ সব কংক্রিট চাপা মানুষগুলো

আর স্বজনদের বোবা আর্তনাদ

অভিশাপ হয়ে ঝরে পড়ুক

তোদের বুকে .।.।.।

সাভার ট্র্যাজেডি নিয়ে কবিতা টি লেখার চেষ্টা করেছিলাম ।

বিষয়: বিবিধ

১১৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File