যৌনকর্মীদের পেশার স্বীকৃতি দেয়া গেলে ইয়াবা ব্যবসায়ীদেরও স্বীকৃতি দেয়া হোক !

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২৮ আগস্ট, ২০১৩, ০৮:৩০:২০ সকাল

পতিতা বিষয়ক আলোচনা সবাই এড়িয়ে যেতে চায় ! কিন্তু এটা যে সমাজে বাসা বুনেছে, সমাজকে ধ্বংস করে দিতে । তাই, এড়াতে পারিনা ।

ইসলাহে কওম নামে একটি সংগঠন মাদারীপুরে অবস্হিত বহু বছরের পুরোনো একটি পতিতালয় উচ্ছেদের জন্য হামলা চালিয়েছে । যদিও আমি এভাবে হামলা বা অভিযান না চালিয়ে এসব বন্ধ করে এদেরকে পূর্নবাসন করার পক্ষে যুক্তি দেখি বেশী ! এই যৌনপল্লি উচ্ছেদের দাবিতে আন্দোলনকারী ইসলাহে কওম পরিষদের সভাপতি মাওলানা শরীফ মজিবুল হক অভিযোগ করেন যে এরা শহরকে অপবিত্র করছে। সমাজের যুব সম্প্রদায়কে ধ্বংস করতেছে

http://www.bbc.co.uk/bengali/news/2013/08/130827_mk_bangla_sex_worker_madaripur_brothel.shtml

২০১০ সালে বাংলাদেশের আদালত পতিতাদেরকে তাদের পেশার স্বীকৃতি প্রদান করে । মানে তাদের দেহব্যবসা বৈধ । যৌনকর্মীদের স্বীকৃতি মানবিক ও ব্যক্তিগত কারনে আদালত বৈধ মনে করে । যদিও তাদেরকে পূর্নবাসনের জন্য সরকারের উপর রুল জারী করেনা !!

প্রশ্ন হল, পতিতালয় কি শুধু কিছু লোকের পেশা বা অন্যকারো যৌন চাহিদাই পূরন করে ! নাকি একি সাথে সমাজের ধ্বংস বা চরিত্রহীন হবার একটি কারন এর সাথে জড়িত ? উত্তর যদি ইয়েস হয়, তবে সমাজের জন্য ক্ষতিকর একটি বিষয় আদালত কিভাবে বৈধতা দান করে ? ইয়াবা যদি সমাজের ক্ষতির কারনে নিষিদ্ধ হতে পারে, তবে পতিতাপল্লী কেন অবৈধ হবেনা ?

১৮বছরের আগে বিয়ে অবৈধ ? কিন্তু ১৮ বছরের নীচে কেউ এসব নষ্ট এলাকায় গমন করে কিনা তা দেশের আইন বা প্রশাসন দেখেনা ?

বিষয়: বিবিধ

১৩১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File