অবিশ্বাস্য কাহিনী !!

লিখেছেন লিখেছেন হতভাগা ২৮ আগস্ট, ২০১৩, ০৬:৪৯:৪৭ সকাল



বিষয়টা অনেকটা এ্যালেইন সিনেমার মত। এক লোক হাটার সময় চোখে কিছু ঢুকেছে বলে অনুভব করল। ধুলা মনে করে চোখ মুছে তা দূর করার চেষ্টা করল। কিন্তু চোখের অবস্থা এতই লাল হয়ে গেল যে সে ওষুধের দোকান থেকে একটা চোখের ড্প কিনে চোখে নিল। কয়েকদিন পরে তার চোখ অনেক বড় এবং আরও লাল হয়ে গেল।

তারপরেও সে ভাবল এই চোখের ড্রপ আর ধুয়া মুছায়-ই সব ঠিক হয়ে যাবে। সহ্যের সীমা অতিক্রম করায় সব শেষে ডাক্তারের কাছে গেল। ডাক্তার চোখের টিউমার মনে করে অপারেশন শুরু করল। আর তখন-ই দেখা গেল কাহিনী ভিন্ন। চোখে টিউমার নয়, জীবন্ত একটা পোকা কিলবিল করছে..... ছবিতে ঠিক যেমনটা দেখা যাচ্ছে।



(ডাক্তারের মতে চোখে কিছুদিন আগে ঢুকা বিষয়টা আসলে ধুলাবালি ছিল না, ছিল ঐ পোকার ডিম যা পরে জীবন্ত পোকায় পরিনত হয়েছে।)

সূ্ত্রঃ হিস্টরি টেলিভিশন

বিষয়: বিবিধ

১৭৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File