গুপ্ত খুন নয়, হাড় হাড্ডি ও নয়। স্বজনরা চায় আজ স্বাভাবিক লাশ পাওয়ার গ্যারান্টি।

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ২৮ আগস্ট, ২০১৩, ০৯:১৭:৩০ সকাল



কোথায় কোন ভাগাড়ে কোন স্বজনের লাশ

কোথায় কোন নদীতে কোন স্বজনের বাস।

কেয়ামতের আলামত সুস্পষ্ট ।

ভাল মানুষের আজ বড়ই অকাল।

খারাপ লোকের ছড়াছড়িতে জীবন আজ দুর্বিসহ ।

অসহায় মানুষের অশ্রুতে যেন আল্লাহ্‌র আরশ কেঁপে কেঁপে উঠে।

কি প্রচণ্ড নিষ্ঠুরতায় খুন হয় মানুষ।

ডাস্টবিনে পাওয়া যায় মানুষের লাশ।

তাও পূর্ণ অঙ্গ নয় ।

পচনশীল অংশ ব্যতিত হাড় হাড্ডি।

যেন খেয়ে নিয়েছে কোন হায়েনা কিংবা শুকুন।

তারা ও বোধ হয় লজ্জা পেত আদম সন্তানের এমন বেইজ্বতিতে।

আমরা কি মানুষ? আশরাফুল মাখলুকাত!

নাকি চতুস্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট কিছু?

দেশে আজ বড়ই অকাল।

হায়েনাদের আজ শুভ সকাল।

আল্লাহুম্মা আজিরনা মিনান নার।

আল্লাহুম্মা আজিরনা মিনান নার।

বিষয়: বিবিধ

২৪৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File