আসুন না একটা ভাল কাজ করি ও একটি মানবিক আবেদনে সাড়া দেই
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২৮ আগস্ট, ২০১৩, ১০:২৫:২৬ সকাল
আসুন না একটা ভাল কাজ করি ও একটি মানবিক আবেদনে সাড়া দেই
আজ এই সংবাদটা পড়ে আমার মন বিষণ্ণ হয়ে উঠেছে। আপনারা কেও মৌলভীবাজার জেলার থাকলে প্রথম আলোয় ছবি দেখে একে মা বাবার কাছে ফিরে যেতে সহায়তা করবেন বলে মনে করছি। এই মানবিক আবেদন আমাদের সকলের, তবে মৌলভীবাজার এর বন্ধুদের এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। আর মানব পাচার রোধে আমাদের অনলাইন বন্ধুদের সচেতন হবার ও প্রচারণ চালানোর অনুরোধ করছি। প্রত্যেকে প্রত্যেকের জায়গা হতে সাধারন মানুষদের সচেতন করতে কাজ করতে অনুরোধ করছি। পৃষ্ঠা- ৫ বিশাল বাংলা
ফিরতে চায় মাটি
http://paimages.prothom-alo.com/contents/cache/images/400x0x1/uploads/media/2013/08/28/521d279084d0c-Untitled-7.jpg
http://www.prothom-alo.com/national/article/42681/ফিরতে_চায়_মাটি
নয় বছর আগের কথা! ছেলেটির বয়স তখন সাত বছর। নাম মাটি। মা-বাবার সঙ্গে মেলায় গিয়ে হারিয়ে যায়। একপর্যায়ে পাচার হয় ভারতে। ১৫ বছর বয়সী মাটি সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে এসেছে। ছিল পাবনার চাটমোহর থানা পুলিশের হেফাজতে। মা-বাবাকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছে সে।
মাটির বরাত দিয়ে চাটমোহর থানার পুলিশ জানায়, ছোট থেকেই পরিবারের সদস্যরা তাকে মাটি বলে ডাকত। বাবার নাম জসিম খান। তিনি ছিলেন কাঠমিস্ত্রি। বাড়ি মৌলভীবাজার জেলায়। উপজেলা, গ্রামের নাম বলতে পারেনি। সাত বছর বয়সে সে মা-বাবার সঙ্গে মৌলভীবাজারে মেলা দেখতে গিয়ে হারিয়ে যায়। একজন অপরিচিত লোক তাকে মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়ার কথা বলে ভারতে পাচার করে। সেখানে একটি বদ্ধ মাদক কারখানায় বেড়ে ওঠে মাটি। মাদক তৈরি, বোতলজাত করা, আগ্নেয়াস্ত্র পরিষ্কারসহ নানা অপরাধমূলক কাজ করতে হয় তাকে। তিন মাস আগে কারখানা থেকে পালালে কলকাতা পুলিশ মাটিকে আটক করে। কারাভোগের পর কলকাতা থেকে তাকে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়। দেশে আসার পর কিছু লোক তাকে ট্রাকে তুলে খুলনায় পাঠায়। সেখান থেকে রোববার সন্ধ্যায় সে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে ওঠে। টিকিট না থাকায় ট্রেন কর্তৃপক্ষ তাকে পাবনার চাটমোহর স্টেশনে নামিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন তাকে পুলিশে সোপর্দ করে।
চাটমোহর থানার ওসি আসাদুজ্জামান মুন্সি বলেন, ‘ আদালত গতকাল মঙ্গলবার ছেলেটিকে যশোরের কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এখন তাকে সেখানে পাঠানোর প্রস্তুতি চলছে।’
বিষয়: বিবিধ
১২৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন