চাহিদা এখন মানুষের নয়, মানুষের অঙ্গ-প্রত্যঙ্গের

লিখেছেন লিখেছেন Mujahid Billah ০৮ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৩১:৪৫ সকাল

আমি নি:সঙ্গ, রিক্ত ও নিঃস্ব এজন মানুষ। দেয়ার মত

আমার কিছু নেই, আছে শুধু হৃদয় এবং হৃদয়ের অশ্রু।

আমার হৃদয় শুধু ভালোবাসতে পারে এবং ভালোবাসা

অনুভব করতে পারে। আমার চোখ শুধু অশ্রু

ঝরাতে পারে এবং অশ্রুর ভাষা বুঝতে পারে। আমি চাই

তুমি আমাকে ভালোবাসো এবং আমার ভালোবাসা

গ্রহণ করো। আমি চাই, তুমি আমার চোখের

একবিন্দু অশ্রু গ্রহণ করো এবং আমাকে তোমার

চোখের একটি অশ্রুবিন্দু দান করো।কিন্তু যে

পৃথিবীতে ফুল হয়েছে বাণিজ্যের পণ্য,

সেখানে এক ফোঁটা ভালোবাসার কিংবা একবিন্দু

অশ্রুর কী মূল্য! চাহিদা এখন হৃদয়ের নয়,

হৃদপিণ্ডের। চাহিদা এখন মানুষের নয়, মানুষের অঙ্গ-

প্রত্যঙ্গের।

বিষয়: সাহিত্য

৯৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File