আমি দেখেছি তোমাকে
লিখেছেন লিখেছেন Mujahid Billah ১১ জুলাই, ২০১৮, ০৩:২৫:০৫ দুপুর
আমি দেখেছি তোমাকে যখন আমরা ছিলাম মহাকালের
ওপারে আলোর জগতে! তোমার ঠোঁটের মধুর
হাসি, সেই হাসির রিণিঝিনি এত কেন পরিচিত মনে হয় আমার
কাছে তোমার এই মধুর হাসিটির সঙ্গে আমার অনেক
পারিচয়। যখন আমরা আত্মার জগতে ছিলাম কাছাকাছি, কিংবা পাশাপাশি, তখন আমাকে তুমি এমনই একটি মধুর হাসি উপহার দিয়েছিলে! নইলে এখনো কেন দেখতে পাই তোমাকে
স্বপ্নের জগতে! সেই মধুর হাসিটি এখনো যেন
উদ্ভাসিত তোমার দুই ঠোঁটের মাঝে, এখনো যেন
বাজে আমার কানে সেই হাসির রিণিঝিনি
আমি কিন্তু তোমাকে দেখতে পাই আমার ভিতরে, ঠিক
হৃদয়ের মধ্যখানে কিসের যেন একটা ঝাপসা ছবি! ঠিক ছবি
নয়, তবু মনে হয়, কোন প্রিয়তমের মুখের ছবি। হয়ত
তোমারই মুখের ছবি! তোমার শরীরের নয়, হয়ত
তোমার আত্মার! কিছু একটা তো হবে
আত্মার জগত থেকেই তোমাকে চিনি আমি। হয়ত খুব
কাছাকাছি, কিংবা একেবারে পাশাপাশি ছিলাম সেখানে আমরা। তুমি
বলেছিলে আমাকে - আমি চাই, আমরা পৃথিবিতে যাই,
পৃথবীর পুষ্প-উদ্যানে আমরা পথ চলবো পরস্পরের হাত
ধরে:
আমি বিচরণ করি তোমার হাত ধরে স্বপ্নের উদ্যানে!
কবে জানবো তোমাকে আমি পরিপূর্ণরূপে! কবে
আসবে তুমি আমার কাছে, আমার পাশে!! পৃথিবীর
পুষ্পোদ্যানে জোসনার আলো গায়ে মেখে কবে
আমরা হাঁটবো একে অন্যর হাত ধরে !! কবে আমরা
জানবো, দু’টি ফুল থেকে কীভাবে অঙ্কুরিত হয় একটি
ফুলের কলি!! কবে আসবে সেই শুভক্ষণটি আমাদের
জীবনে
কবে বলতে পারবো তোমার কানের কাছে মুখটি
রেখে - আমি ভালোবাসি তোমাকে
_________
আলমে আরওয়া রুহের জগতে আমার # প্রিয়া বা পিউচার
# প্রিয়তমা কে উদ্দেশ্য
বিষয়: Contest_priyo
১১৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন