অপারেশন থিয়েটার, রেস্ট রুম থেকে বলছি !!
লিখেছেন লিখেছেন Mujahid Billah ২৬ মার্চ, ২০১৮, ০৫:৪৮:৫২ বিকাল
গতকাল সন্ধায় বাবার অপারেশন হওয়ার কথা ছিল, কিন্তু ডাক্তার জানলো বাবার হার্টের রিপোর্টে একটু সমস্যা থাকায় অপারেশনের হবে না। সাথে সাথে হার্টের আরেকটা পরিক্ষা করিয়ে এইটাতে হার্টের রিপোর্টে ভাল আসল।
তাই আজকে ৩য় বারের মত বাবার পায়ে অপারেশন হয়েছে, আর আজকের অপারেশন টা হয়েছে প্লাসটিক সার্জারি।
শুরু হলো অপারেশন - একটি মাত্র দেয়াল। এই দেয়ালের অপর পাশে কি হচ্ছে জানি না। শুধু জানা অপর পাশে বাবার অপারেশন হচ্ছে। Diabetic Foot নামক এক রোগে আক্রান্ত বাবা। ২:৩০ মিনিটে বাবাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো।
বাবার অপারেশন শুরু হল দেয়ালের অপর পাশে। আমি আম্মা আরো অনেকেই বসে আছি । কিছু সময় দাড়িয়ে হাঁটছি। অনেক বেশি টেনশনে হাটাহাটি করছি। কিন্তু কিছুতে অস্থিরতা কমাতে পারছি না। একটু পর ডাক্তার এসে বলল সব ঠিক আছে। অপারেশন সফল হয়েছে - আলহামদুলিল্লাহ্, এখন উনি Rest Room আছেন, উনাকে দেখতে পারেন, দেখা করলাম কথা বললাম বাবার সাথে ইশারা ইঙ্গিতে। হয়তো বাবা ১২/২৪ ঘন্টা পরে কেবিন বেডে দিবে ডাক্তার'রা।
প্রাইভেট মেডিকেলে ক্লিনিকের ব্যয়বহুলতার কথা মাথায় রেখেও নিজেদের লক্ষ্যস্থিরতা ঠিক রেখে আমরা বাবা কে নিয়ে সিলেট নিরাময় ক্লিনিকে ভর্তি হয়েছি, কেননা এখানে পিছিয়ে পড়া যাবেনা কোনোভাবেই। কোন ধাপে পিছিয়ে পড়লে তা থেকে রিকাভার করে উঠাটা কঠিন। তাই গাফেলতি যেন কোনোভাবে না হয় তা আগে থেকেই অবগত হয়ে প্রাইভেট মেডিকেলে আসা !!
আল্লাহ পাক যেন তাড়াতাড়ি বাবাকে সুস্থতা দান করেন। আল্লাহর কাছে হাজার শুকরিয়া । ভালো থাকুক সব বাবারা, আল্লাহ তায়ালা সবাইকে সুস্থতা ও সফলতা দান করুন। বিপদ-আপদ থেকে রক্ষা করুন !!
বিষয়: বিবিধ
৯৫২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন