বিরহ বিদায় বার্তা - বড় ভাইয়ের উৎসর্গ ছোট ভাই Billah Abujarah কে

লিখেছেন লিখেছেন Mujahid Billah ০৪ সেপ্টেম্বর, ২০১৭, ১১:৪২:৫৯ সকাল

স্বপ্ন টা যেন সত্যি হলো

এবারের ঈদটা আমার জীবনে একটি ব্যতিক্রম ঈদ ছিল, কেননা প্রতি বছরের ঈদগুলোতে বরাবরই আমি আমার ভাই Billah Abujarah কে খুব স্বরণ করতাম আর স্বপ্ন দেখতাম কবে যে সবাই একসাথে ভাই ভাতিজাদের সাথে ঈদ করব !!

আশ্চর্যজনক ভাবে আমার - আমাদের সখ পুরন করলো !! পুরোপুরি অবাস্তব একটা স্বপ্ন সত্যি হলো !!

ঈদে আনন্দ শেষ হতে না হতেই চলে এলো ভাই Billah Abujarah এর বিদায় বার্তা !! এই বিরহ বিদায় বার্তায় হৃদয়ে যেন বয়ে যাচ্ছে আরব সাগরের উচ্ছসিত তরঙ্গের ন্যায় আল বিদার সকরুণ সুর ঝংকার। আজ এই বাঁধন হারানো ব্যাকুলতায় সবাই নিশ্চল, নির্বাক, আবেগের মনি কোঠায় অশ্রুর ভার মানছে না কার মন !!

ভাই'টার সাথে উঠা - বসা চলাফেরা শান্ত্বনামূলক কথাগুলো আমাকে ক্ষণিকের শান্ত্বনা দিলেও কখনো কখনো মনের কোণে কোন এক হতাশা এসে ভীড় করছে। কারণ, আগামীকাল থেকে আর কাছে পাবো না ভাই কে, কাছে পাবো না ভাতিজা - ভাতিজী কে । ফিরে যাবে তারা তাদের প্রবাসের মাটি লন্ডনে !!

দোয়া করি আল্লাহ যেন তাদের সবাই কে সহি সালামতে পৌছিয়ে দিন !! আমিন

বিষয়: বিবিধ

১০৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File