ছুটির দিন - আমি আর আমার ছোট বসতি
লিখেছেন লিখেছেন Mujahid Billah ২৮ আগস্ট, ২০১৭, ১০:৩২:১৫ সকাল
কয়েক দিনের ছুটিতে ঢাকা শহর ছাড়িয়ে প্রকৃতির সংস্পর্শে
.
সবকিছু হাতের কাছে থাকার পরেও চার দেয়ালেই কাটাচ্ছি একটা বিশাল সময়।
কী অদ্ভুত আমি, কী অদ্ভুত আমার দিন - রাত্রি :(
.
বাড়ী যাওয়ার পথে ৬ ঘন্টার এই যাত্রা, এই দেশকে যেন অন্যভাবে চিনিয়েছে আমাকে। নদী, নদীর পাশের কাশফুল, পালতোলা নৌকা, মেঘ, রংধনু, খালভর্তি হাঁস, মাঠ ভরা গরুর পাল - এসব ভুলে যাওয়া অসম্ভব !! ❤
নাগরিক জীবনে সবার মধ্যে তাড়াহুড়ো থাকে, সবাই ব্যস্ত। কিন্তু গ্রাম গন্জে এখানে কোনো ব্যস্ততা নেই, নানান রঙের পাল তুলে দিয়ে নৌকাগুলো বাতাসের স্রোতে গা ভাসিয়ে দিচ্ছে, স্রোত যেদিকে নিচ্ছে, সেদিকে যাচ্ছে।
সত্যিই, প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনুপম শোভা আর সুখের পরশ।
যদিও এবারের বাড়ী যাওয়া টা একটু অভিমানের :( ( কেন? কি জন্য? প্রশ্ন টা আঁড়ালেই থাক )
তবুও চেষ্টা করব, এই ছুটির কয়েক দিনের জন্য আমি মুক্ত মনে চলার। যে ঢেউয়ে চলে গেছে নদী, মানুষের দূরবিন্দুর বাইরে, এবার ছুটিতে হবো সে ঢেউয়ে বিলীন ☺
বিষয়: সাহিত্য
৯৪৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন