মা - বাবা, ভাই - বোনদের কে নিয়ে ঈদ ব্যস্ততা ☺
লিখেছেন লিখেছেন Mujahid Billah ২৬ জুন, ২০১৭, ১০:২০:২৪ রাত
ছোট্ট বোন'টা এবারও খুব করে বায়না ধরেছে যে, তার হাতে আমাকে মেহেদী দিয়ে দিতে হবে !!
আরেকটা বলতেছে - ভাইয়া মেহেদী শেষ, তারাতারি নিয়ে এসো !!
মা - সেমাই আর নারিকেল তারাতারি কিনে নিয়ে আয়, সকালে সময় পাওয়া যাবে না !!
বাবা - সিটিংরুম টা একটু গুছিয়ে রেখে দিস বেঠা, মেহমানরা আসবেন !!
ওরে আমি আর একা সামলাতে পারছিনা, যাক্ আমিও সেভাবে প্রস্তুতি নিতে থাকলাম, দেখি কতটুক একা সামলাতে পারি !
সারারাত ঘুম নেই বন্ধুদের সাথে অনলাইন আড্ডায়। ওমা, ভোর হয়েই গেল আমার ঘুম আর হলো নাহ্ :(
টুইটারে মেসেজ আসলো- আর নাহ্, অনেক টুইট হইছে, এবার গোসল করে ঈদগাহে যা, তারাতারি কর.. :P
ঈদের সকাল, ঈদকে ঘিরেই আসে আনন্দের উপলক্ষ্য, নাস্তা পানি আর সেমাইয়ের সাথে নারিকেল, কিসমিস, বাদামসহ আর কত্তো কিছু ☺
ঈদের মূল আনন্দ হলো যখন সব্বাই একসাথে থাকে। আর মিষ্টি - মিঠাই সেই আনন্দের পরিমান টা আরো বাড়িয়ে দেয় ☺
ঈদ মানে আনন্দ, আর এই আনন্দটুকু পবিবারের সঙ্গেই খুশী মনে কাটাতে চায় সবাই। সেই সঙ্গে বাড়িতে রান্না করা, মজার সব খাবার, আর নতুন জামা-কাপড় পড়ে ঘোরাফেরার মজাই আলাদা। শত ব্যস্ততা আর ভোগান্তি পেরিয়ে ঈদের আনন্দ ভাগ করে নেওয়াটাই হলো প্রকৃত ঈদের আনন্দ ☺
দিন শেষ - তবুও আমার ব্যস্ততা আর ভোগান্তি শেষ হলো নাহ্ :P ☺ ঈদ মোবারক ❤☺
বিষয়: Contest_priyo
১৫৭৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো , অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন