আমাকে দেখিয়ে তাদের মায়েদের হাতে বানানো বড়ই আর জলপাই আচার খাচ্ছে ☺

লিখেছেন লিখেছেন Mujahid Billah ১০ মে, ২০১৭, ০৫:৫৬:৫৫ বিকাল

ছোট থেকেই বাচ্চাদের পুঁমিয়ে খাবার অভ্যাসটা আমার রয়ে গ্যাছে।

এটা আমার এক বড় ধরণের অভ্যাস..

আজও কতগুলোকে পোঁমালাম।

পাশের রুমে এক আপুর মেয়ে, আর তার পাশের রুমে আরেক আপুর মেয়ে আমার সামনে এসে আমাকে দেখিয়ে দেখিয়ে তাদের মায়েদের হাতে বানানো বড়ই আর জলপাই আচার খাচ্ছে।

আমার তো জিভেজল !

তারপর, ওদের বললাম "তোমরা অনেক ভালো। সেদিন না আমাকে কী যেন খাইয়েছিলে? (হুদাই)

আমার এখনো মনে আছে দেখলে? তোমরা আজও চাইলে আমাকে খাওয়াতে পারো। মনে রাখবো।

আর কাল তো আমি মিষ্টি নিয়ে আসবো। তোমাদের দুজনকেই সাথে করে খাবো, কেমন?

তোমরা দুটো মেয়ে সত্যি অনেক ভালো, আমাকে ছাড়া খাও-ই না।

ব্যাস্... দুজনই দু-বাটি আচার আমার হাতে তুলে দিলো।

তারপর আমাকে রাখে কে?

ওদের সামনে থেকে দূরে গিয়ে,

সেইরকম মজা কররেই খেলাম আচারগুলো ...

আহ এখনো জিহ্বায় লেগে আছে। ☺

বিষয়: বিবিধ

৭৬১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382964
১২ মে ২০১৭ সকাল ০৯:৫৪
হতভাগা লিখেছেন :
ছোট থেকেই বাচ্চাদের পুঁমিয়ে খাবার অভ্যাসটা আমার রয়ে গ্যাছে।

এটা আমার এক বড় ধরণের অভ্যাস..

আজও কতগুলোকে পোঁমালাম


০ পুঁমিয়ে রাখা , পোঁমালাম - এ শব্দগুলোর অর্থ কি ? (দয়া করে ব্লগার ঈগলের চোখের মত স্পিচলেস হয়ে যেয়েন না)

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File