বাবার কাছে হিজাব খোলার অনুমতি চাইলো কিশোরী অতপর…
লিখেছেন লিখেছেন Mujahid Billah ০৪ মে, ২০১৭, ০৬:৩৪:১৩ সন্ধ্যা
লামিয়া। ১৭ বছরের কিশোরী। বাস করে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে। তার পরিবার থাকে সৌদি আরবে। সম্প্রতি লামিয়া একটি খুদে বার্তায় বাবার কাছে হিজাব না পরার অনুমতি চায়। কিন্তু বাবা তার ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে অদ্ভূত উত্তর দিলেন। উত্তরে কিশোরী লামিয়া হিজাব
পরিধানের প্রতি আরও বেশি অনুপ্রাণিত হয়েছে।
লামিয়ার বাবা বলেন, ‘এটা (হিজাব পরা) আমার সিদ্ধান্ত নয়। এ সিদ্ধান্ত কোনো পুরুষ নিতে পারে না। এ সিদ্ধান্ত মহান আল্লাহর। তোমার যদি এমন মনে হয়, তাহলে এগিয়ে যাও। যাই হোক না কেন, আমি তোমার সঙ্গে থাকব।’
যাকে আমরা মূলধারার শিক্ষা বলছি সেটা মূলত ঔপনিবেশিক ধারা: ড. সলিমুল্লাহ খান (ভিডিও)
এরপর লামিয়া ওই খুদে বার্তার চিত্র সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করে। মেয়ের সিদ্ধান্তের প্রতি বাবার শ্রদ্ধা মন জয় করে লাখ লাখ ইন্টারনেট ব্যবহারকারীর।
ওই বার্তার চিত্র প্রকাশ করার পর হিজাব পরা নিয়ে ভুল বুঝতে থাকে কয়েকজন। তখন আবার একটি পোস্ট করে লামিয়া। সে লেখে, হিজাব পরতে কোনো নারীকে বাধ্য করা হয় না। সে নিজেই হিজাব বেছে নিয়েছিল, শুধু নিজের ও সৃষ্টিকর্তার জন্য।
বিষয়: বিবিধ
৮৫০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন