শুভ নববর্ষ
লিখেছেন লিখেছেন Mujahid Billah ১৫ এপ্রিল, ২০১৭, ১২:২৪:১৬ রাত
সারাদিনের ঘুম পর্ব শেষ করে বিকেলে বের হলাম হাওয়া খাওয়ার উদ্দেশ্যে। মোরে এসে দেখলাম শত শত রিক্সা জ্যাম বাধিয়ে বসে আছে, একটু নরবার অবস্থা নাই।
এই গরমের মধ্যে জ্যামে বসে থাকা শত শত কপোত-কপোতির মুখ ভিজে আছে ময়দা নামের সাদা পাওডারে। কিছুক্ষন পর পর ঘামে মিস্রিত ময়দার দলা গুলো মুছে নিয়ে ফ্যাকাশে রঙের মুখ নিয়ে প্রেমিকের দিকে তিব্র রাগ নিয়ে তাকিয়ে আছে প্রেমিকার দল। ভয়ানক জ্যাম যেন প্রেমিকেরই সৃষ্টি, যার জন্য প্রেমিকার মুখের ম্যাকাপ নষ্ট হয়ে যাচ্ছে। কে জানে, হয়ত কোন কোন প্রেমিক রাগে দুঃখে মনে মনে বলে উঠছে- এই প্রেম বোধয় জীবনের কোন এক বিশাল পাপের ফল।
রাগে নয়, আনন্দে পরিপুর্ন হয়ে উঠুক সকলের জীবন। শুভ নববর্ষ... ☺
বিষয়: বিবিধ
৭৬২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বেয়াড়া সূর্য তো আর প্রেমিকার কদর বুঝে না , তাই প্রেমিকাকে নিয়ে ঘুরতে বের হতে চাইলে উবারে ফোন দেওয়া উচিত প্রেমিকদের।
মন্তব্য করতে লগইন করুন