এক সময় ঘুমিয়ে পড়ল আমার কাঁধে !!

লিখেছেন লিখেছেন Mujahid Billah ২২ ডিসেম্বর, ২০১৬, ০৯:৩২:৪৬ রাত

ঢাকা টু সিলেট, আজ ভোর ছয়টার যাত্রায়, এনা বাসে উঠে সিটে বসলাম। কিছুক্ষন পর আমার পাশের সিটে একজন ভদ্রছেলে ( স্মাট পোলা ) বসলো, খুব ক্লান্ত ছিল ছেলেটা !

কিছুক্ষণের মধ্যেই লোকটা ঝিম মেরে গেলো, আস্তে আস্তে এক সময় ঘুমিয়ে পড়ল আমার কাঁধে। আমার কাছে ব্যাপারটা আকর্ষণীয় হয়ে দাঁড়াল, অপরিচিত অজানা লোকটি আমার কাঁধে ঘুমিয়ে পড়ল !!

তখন একটা কথা আমার খুব মনে পড়ছিলো যে- সারাদিনের পরিশ্রমে ক্লান্ত রাজাও দরজার কাছেই শুয়ে ঘুমিয়ে যায়।

প্রায় দুই ঘন্টা পর হটাৎ সাহেবে ঘুম থেকে উঠলেন, আমাকে বললেন- Sorry ভাইয়া !কতক্ষণ ঘুমিয়েছি, কীভাবে ঘুমিয়ে পড়েছিলাম সে কথা মনে নেই, আপনাকে অনেক কষ্ট দিয়েছি - মাফ করবেন!

আমি বললাম- নাহ্ ভাইয়া, কোন আসুবিধা হয়নি it's okay

বিষয়: বিবিধ

১১৭৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380864
২২ ডিসেম্বর ২০১৬ রাত ১১:৪৭
দ্য স্লেভ লিখেছেন : জি কাজটা ঠিক করেছেন। সীটে ঘুমালে মাথা স্থির থাকেনা। যদি সওয়াবের নিয়তে করে থাকেন তবে তার এই ২ ঘন্টার ঘুমে সাহায্য করায় আপনার নেকী হবে সুবিশাল। আল্লাহ এসব কাজে খুশী হন
380874
২৩ ডিসেম্বর ২০১৬ সকাল ১১:৩৬
হতভাগা লিখেছেন : এক্ষেত্রে আমি একটা মজা নেই (যদিও ঠিক না)

হঠাৎ করে ঘাঢ় সরিয়ে ফেলি, ফলে সে ভ্যাবাচ্যাকা খেয়ে উঠে ।

আমি মনে করি এদের জাগিয়ে দেওয়াই ভাল , কারণ আপনি জাননেন না যে সে কোথায় নামবে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File