:-) রোজা, ইফতার, তারাবীহ, সেহেরী :-)
লিখেছেন লিখেছেন Mujahid Billah ২২ জুন, ২০১৬, ০৯:২৩:৪৩ রাত
পরিবারের সবাই রোজা রাখতেন, এই তো কয়েক বছর আগে ওই বয়সেই আমি তাদের সাথে তাল মেলাতে চাইতাম, কেউ যদি আমাকে খেতে দিত, তাহলে খুব অনীহা প্রকাশ করতাম।আর এখন তো আমাকে বাধ্য হয়ে রোজা রাখতে হয়।
পরিবারের সকলে মিলে দিন শেষে ইফতারী, মধ্যখানে তারাবীহ, শেষ রাতে সেহরীর মধ্য দিয়ে পরেরদিনে রোজার প্রস্তুতি।
আসলে সারাদিন ধৈর্য ও সংযমের সাথে রোজা পালন করে যখন ইফতার করি, মনে হয় যেন সারাদিন কোন কষ্টই হচ্ছিল না।
দোয়া করি আল্লাহ যেন, আমাকে আপনাকে ও সব্বাইকে সহীহ ত্রুটিহীন ও সুন্দর ভাবে রোজা রাখার হিম্মত দান করেন !!
বিষয়: বিবিধ
১১২৩ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন