সোনার মানুষ এর ছোট একটি ঘটনা !
লিখেছেন লিখেছেন Mujahid Billah ১৩ এপ্রিল, ২০১৬, ১২:৫৬:১৬ রাত
প্রিয় বন্ধুগন ! কিছুক্ষন পর আমরা সবাই ঘুমাতে যাবো।
জানিনা হয়তো এই ঘুমই জীবনের শেষ ঘুম।আসুন ঘুমানের পূর্বে একজন সফল সোনার মানুষের একটি ছোট ঘটনা জেনে নেই এবং আমাদের জীবনকে তাদের জীবনের ন্যায় গড়ার জন্য ফিকির করি।
একদিন হযরত উমর (রাঃ) রাস্তা দিয়ে যাচ্ছিলনে। হঠাৎ
কি মনে করে মাটি থেকে একটি তৃণখন্ড উঠালেন আর
আক্ষেপ করে বলতে লাগলেন, আফসোস! আমি যদি এই
তৃণ খন্ডটির মত নগন্য হতাম! হায়, আমি যদি জন্মই
না নিতাম! আমার মা যদি আমাকে প্রসবই না করতেন!! অন্য
এক সময় বলছিলেন, যদি আকাশ থেকে উচ্চারিত হয় যে,
এক ব্যক্তি ছাড়া দুনিয়ার সকল লোকের গোনাহ মাফ
করে দেওয়া হয়েছে, তবুও আমার ভয় দূর হবে না।
আমি মনে করব, বোধ হয় সেই হতভাগ্য মানুষটি আমি!!
এই ছিল হযরত উমর (রাঃ) এর ভাবনা। যিনি দুনিয়াতেই
জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। আর আমরা কত
বেপরোয়াভাবে জীবন যাপন করছি, কত নিশ্চিন্তভাবেই
না দিন পার করছি। হে আল্লাহ্
আপনি আমাদেরকে ক্ষমা করে দিন।
¶¶আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিন ইসলামের
শাশ্বত বাণী। হৃদয় থেকে হৃদয় উদ্ভাসিত হোক ঈমানের
আলোকচ্ছটায়।
বিষয়: বিবিধ
১১০৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন