হুজুর টাইপের ছেলে দেখলে ঐসব মেয়েরা নাক সিকায় তুলে !!

লিখেছেন লিখেছেন Mujahid Billah ২৯ ডিসেম্বর, ২০১৫, ১২:২০:২৬ দুপুর

কিছু মেয়েরা আছে যারা দাড়িওয়ালা ছেলেদের সাথে বিয়ে

করতে চায়না, বরং দাড়িওয়ালা হুজুর টাইপের ছেলে দেখলে

ঐসব মেয়েরা নাক সিকায় তুলে, জেনো আজব এক প্রাণী

দেখার মত, তোমাদের জেনে রাখা উচিত, দাড়িওয়ালারা

আনস্মার্ট না, বরং দাড়িওয়ালারাই হলো সুদর্শন, স্মার্ট,

পৃথিবীর সর্বকালের সর্ব যুগের সেরা যিনি, সুদর্শন,

সুন্দর, ও সম্মানীত ছিলেন, তিনি প্রিয় রাসুল সাঃ),,

তাহারো দাড়ি ছিলো, আলহামদুলিল্লাহ্, সুশিক্ষিতা,

সত্যবাদিতা, রুচিসম্পন্ন, অনেক মেয়ে আছে যারা

দাড়িওয়ালা ছেলে ছাড়া আর কাউকে নির্বাচন করেনা।

ওমা আখিরু দাওয়ানা আনিল হাম দুলিল্লাহি রাব্বিল

আলামীন!

বিষয়: বিবিধ

২৪২৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355614
২৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:৩৯
অপি বাইদান লিখেছেন : দাড়িওলা ছাগল?
২৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৫২
295299
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : দাড়ি রবিন্দ্রনাথেরও ছিল। আর ছেলেদের দাড়ি থাকবে এটাই স্বাভাবিক। এটাই প্রাকৃতিক নিয়ম যে ছেলেদের দাড়ি উঠবে তাই দাড়িওয়ালা ছাগল যারা বলেন, তারা আসলে মস্তিষ্কহীন পাগল কারণ তারা প্রাকৃতিক ধারাকে অস্বীকার করছেন। তোমার মত হিজড়াকে এর চেয়ে বেশি কিছু বলা আবশ্যক মনে করিনা।
355629
২৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:০২
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ভাইয়া সুন্দর পোস্ট কিন্তু একইসাথে বলব, অপ্রয়োজনে নিজের ছবি দেয়াটা মোটেও সঠিক না। যদি পারেন রিমুভ করে দিবেন। কোন নারী যদি তার এমন কোন ছবি প্রোফাইলে দেয় আপনি সেটাকে সমর্থন করবেন?? অবশ্যই না, তাহলে আপনি কেন সেটা নিজের জন্য হালাল ভাবছেন? ব্লগে, ফেসবুকে হাজার হাজার নারীও তো আপনার চেহারা দেখছে, এতে কি তাদের পর্দা নষ্ট হচ্ছেনা? এর দায়ভার কি আপনার ঘাড়ে পরেনা? আশা করি কথাগুলো পজিটিভলি নিবেন। জাঝাক আল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File