"ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"
লিখেছেন লিখেছেন Mujahid Billah ২৪ নভেম্বর, ২০১৪, ০২:৫৪:১৭ দুপুর
স্বপ্ন পূরণ হলোনা বাংলাদেশের সর্বপ্রথম বাতাস চালিত মোটর সাইকেলের উদ্ভাবক হবিগঞ্জের হাফেজ নুরুজ্জামান ভাইয়ের !!
এ বছরের ৬ মার্চ হবিগঞ্জে নানু বাড়ীতে গিলেছিলাম। গিয়েই শুনতে পাই যে মাদ্রাসার ছাত্র হাফেজ নুরুজ্জামান ভাই নাকি তেল - গ্যাস ছাড়া চলার উপযোগি মোটর সাইকেল আবিস্কার করেছেন সাইকেল চালাতে লাগবে না তেল বা পেট্রোল। শুধুমাত্র বাতাসের ওপর ভর করেই চলবে তার এই সাইকেল !
তখন আমি তো একেবারে আবাক হয়ে গেলাম , এটা কি করে সম্ভব। আর দেরি না করেই মোটরসাইকেলের উদ্ভাবক হাফেজ নুরুজ্জামান ভাইকে ও তার উদ্ভাবিত সাইকেল একনজর দেখার জন্য বেরিয়ে পরলাম। নানু বাড়ীর পাশের বাড়ীই ছিল নুরুজ্জামান ভায়ের।
সত্যিই, বাতাসে চালিত মোটরসাইকে আবিস্কার করে দেশ-বিদেশে থাক লাগিয়ে দেন। তার আবিস্কৃত মোটর সাইকেলটি চালু করতে ব্যটারিরও প্রয়োজন হয় না। এ মোটর সাইকেলটি চলাতে প্রতি কিলোমিটার খরচ হতো ৯১ পয়সা। দীর্ঘ ২ বছর চেষ্টার পর বাতাস চালিত মোটর সাইকেলটি উদ্ভাবন করেছিলেন নুরুজ্জামান ভাই।
অনেকক্ষণ নুরুজ্জামান ভাইয়ের সাথে এ নিয়ে কথা হয়!
আজ সকালে হঠাৎ করে একটি মেসেজে সংবাদ পেলাম, ‘আবিস্কারের বিষয়ে ঢাকায় এক সচিবের কাছে যাওয়ার কথা বলে রবিবারে বাড়ি থেকে বের হন। রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সোহাগপুরে প্রাইভেটকার-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নুরুজ্জামানসহ ৪ যাত্রী নিহত হয়!!
পুলিশ জানায়, নুরুজ্জামানসহ যাত্রীরা সহ প্রাইভেট কারযোগে ঢাকা যাচ্ছিলেন।গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। নুরুজ্জামান সহ চার
যাত্রী নিহত হন।" ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"
এখন তার স্বপ্ন শুধুই স্বপ্নই রয়ে গেল,আসলে নুরুজ্জামান ভাই খুব একটা অন্য রকম মানুষ ছিলেন,আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মর্যদা দান করেন !!
বিষয়: বিবিধ
২৪৮২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেশ একটা রত্ন হারালো...আল্লাহ তাকে জান্নাত দান করুন, আমীন।
মন্তব্য করতে লগইন করুন