কি জানি আম্মার ধারণা হয়েছে, যে এই মেয়ের সাথে আমার.....?? !!
লিখেছেন লিখেছেন Mujahid Billah ০৯ নভেম্বর, ২০১৪, ০৯:৫১:০৬ রাত
আমার মোবাইলের স্ক্রিনে একটা মেয়ের ছবি দেখে আম্মা যেন ভূত দেখার মত চমকে উঠলেন !!
২ মিনিটের জন্য আমার রুমটা স্তব্ধ হয়ে গেলো, আম্মা ও কিছু বলছে না আমিও কিছু বলছি না৷ আম্মা শুধু আমার দিকে সন্দেহজনক চোখঁ নিয়ে তাকিয়ে আছে !
একটু পরে আম্মা আমাকে জিজ্ঞাসা করলেন-
মুজাহিদ এই মেয়ে টা কেরে? আমি বললাম কোন মেয়ে টার কথা বলছো? আম্মা বললেন, এই যে মোবাইলে মেয়ে টার ফটো দেখতে পাচ্ছি? আমি তো পুরাই কাবু হয়ে গেলাম, আমার হাত থেকে ফোনটা যেন পরে পরে ভাব!
আম্মা আবার জিজ্ঞাসা করলেন, কি হল-
আমি বললাম, ওওও মানে এই মেয়ে টা আসলে একটা আরবি'ক কন্ঠশিল্পী। ওর ইসলামিক গান আমার খুব ভাল লাগে, তাই ইন্টারনেট থেকে তার ফটোটি ডাউনলোড করলাম, :-P
আম্মা "হুম" বলে চলে গেলেন।মনে মনে ভাবলাম,যাক বাবা বেঁচে গেলাম ! :-)
কি জানি আম্মার ধারণা হয়েছে, যে এই মেয়ের সাথে আমার..... !! :-P
বিষয়: বিবিধ
২৩৫৫ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এত চাপা মারেন ক্যামনে?
আহা আহা, কেউ আমারে মাইরালা,
সিনাপল, প্যাক, লংপ্যারা এগুলো থেতে পারেন....
এগুলো আমার কোম্পানির ওষুধ..মানে যেখানে চাকুরী করি..
সিনাপল, প্যাক, লংপ্যারা এগুলো থেতে পারেন....
এগুলো আমার কোম্পানির ওষুধ..মানে যেখানে চাকুরী করি..
তবে খালী পেটে চলবে না....
মন্তব্য করতে লগইন করুন