কফি হাউসের গোল টেবিলে বোরহান উদ্দিন স্যারের সজ্ঞে কিছুক্ষণ !!
লিখেছেন লিখেছেন Mujahid Billah ১৫ অক্টোবর, ২০১৪, ০৪:১৬:১৯ বিকাল
কফি হাউসের গোল টেবিলে বোরহান উদ্দিন স্যারের সজ্ঞে কিছুক্ষণ, খুবী ভাল লাগল স্যারের সজ্ঞে সুন্দর একটি সময় অতিবাহিত করায়। সিমেন্টের গোল করে বাঁধানো টেবিলের গোড়ায় গোড়ায় আরো অনেক মানুষ বসে আছেন। নানারকম কথা বলছেন, সব মিলিয়ে মাত্র আটটি গোল টেবিল এবং প্রতি টেবিলে চার জনের বসার জায়গা।এরমধ্যে এক টেবিলে স্যার আর স্যারের সজ্ঞে আরও দুজন, আর আমি বসেছিলাম। তখন স্যার আমাকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কিসে পড়? তোও আমি বললাম, কওমী মাদ্রাসায়। এর উত্তরে স্যার খুব মূল্যবান একটি কথা বললেন যে,আসলে আমরা অনেকই বলে থাকি কওমী মাদ্রাসা জঙ্গি তৈরি করে? কিন্তু না, পৃথিবীর বুকে একমাত্র কওমী মাদ্রাসা সৎ নাগরিক ও মানুষ তৈরীর করে! জঙ্গি তৈরি করেনা।
স্যার খুব দারুণ একটি কথা বললেন,সত্যিই কিছু কিছু মানুষ মনে করে কওমী মাদ্রাসাতে জঙ্গি তৈরি করা হয়, কিন্তু না- কওমী মাদ্রাসা জঙ্গি তৈরি করে না,বরং সেখানে শান্তিপ্রিয় একজন মানুষ তৈরি করা হয় !
বিষয়: বিবিধ
১০২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন