ফিলিস্তিনের একটি ছোট্ট গাঁয়ে বিয়ে হচ্ছে। কনের বয়স ১৩ থেকে ১৪ বছর !
লিখেছেন লিখেছেন Mujahid Billah ১৫ জুলাই, ২০১৪, ১১:১৪:৪৪ রাত
বিয়ে শুরু হওয়ার কিছুক্ষণ আগে হটাৎ করে
ইসরায়েলর সৈন্যদের বোমা ও গুলির আঘাতে
মেয়েটির মা বাবা সহ সকল আত্মীয় স্বজন
মারা যায়। মেয়েটি তখন অন্য আরেক
জায়গায় থাকার কারনে প্রানে বেঁচে যায়।
ইসরায়েলী সৈন্যদের ধ্বংসলীলায় তাদের বাড়ি
ঘর সকল কিছুই ধ্বংসহয়ে যায় শুধু মাত্র
একটি গাছ অবশিষ্ট থাকে। বরযাত্রী আসার পর
দেখা গেলো মেয়েটি ঐ গাছের নিচে বিয়ের
সাজ সজ্জা নিয়ে বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে
বসে আছে। তখন উপস্থিত সাংবাদিকরা
মেয়েটিকে বলল আপনি কি মানুষ ??
আপনার মধ্যে কি কোনো আবেগ অনুভূতি নেই ??
তখন বিয়ের ঐ কনেটি বলল আপনাদের
কেনো এমন মনে হচ্ছে ???
তখন সাংবাদিকরা বলল কিছুক্ষণ আগে
আপনার মা বাবা সহ সকল আত্মীয় স্বজন
মারা গেলো আর সেই আপনি এখন বিয়ে
করার জন্য বসে পরলেন !!
তখন বিয়ের ঐ কনেটি উত্তর দিলো আমি
আমার মা বাবা আত্মীয় স্বজনের জন্য
অবশ্যই কষ্ট পাচ্ছি। তবে আমি এখনি বিয়ে
করছি এই জন্য যে, আমি যত তাড়াতাড়ি
বিয়ে করবো ততো তাড়াতাড়ি আমার
সন্তান হবে। তখন আমি আমার সন্তানকে
ততো তাড়াতাড়ি বড়ো করে জিহাদের ময়দানে
পাঠাতে পারবো আর আমার সন্তান জিহাদ
করতে করতে শহীদ হয়ে যাবে আর আমিও
আল্লাহর কাছে শহীদের মা হিসেবে মর্যাদা পাবো।
আমি শহীদের কন্যা, শহীদের বোন, শহীদের
স্ত্রী হওয়ার সাথে সাথে শহীদের মা হতে চাই।
আর প্রয়োজনে নিজেও শহীদ হয়ে আল্লাহর
দরবারে পৌছাতে চাই।
যে জাতিতে এমন মায়েরা আছে সে জাতিকে
কখনো দমিয়ে রাখা যাবেনা।
আজ হোক কাল হোক তাদের সন্তানেরা
স্বাধীনতার সূর্য ঠিকই ছিনিয়ে আনবে।
হে আল্লাহ।
তুমি আমাদের ফিলিস্তিনি ভাইদের সাহায্য
করো এবং পৃথিবীর যেখানেই মুসলমানরা
অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে
তোমার ফেরেশতাদের দিয়ে সাহায্য করো।
বিষয়: বিবিধ
১১৮৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
মন্তব্য করতে লগইন করুন