একজন বোন উনার জীবনের গল্পটি আমাকে মেসেজ দিয়ে পাঠিয়েছেন,তাই ভাবলাম একটু আপনাদের সাথে সেয়ার করি !

লিখেছেন লিখেছেন Mujahid Billah ০৯ জুলাই, ২০১৪, ১২:২১:২২ রাত

কখন ভাবিনি আমার হুজুর টাইপের কারো সাথে বিয়ে হবে।আমার ইচ্ছা না থাকা সত্তেও পরিবারের চাপে বিয়ের পিড়িতে বসতে হয়। আমি মর্ডান মেয়ে আর বিয়ে করব কিনা হুজুরকে, ভাবতেই কেমন যেন সংকোচ বোধ হচ্ছিল।এমনিতেই বিয়ে করতে ইচ্ছা করছিলনা তাতে আবার এক বান্ধবি এসে বলল:-কিরে রিয়া তুই হুজুরকে বিয়ে করলি আর পাত্র খুজে পাসনি। আর একভাবী এসে কানে ফিসফিস

করে বলল:-তোর বরের তো সারা মুখেই দারি কিস করবি কোথায় ।খুব বিরক্ত লাগছিল । ইচ্ছা করছিল এখুনি আসন থেকে উঠে যাই।

হটাৎ পায়ের ঠক ঠক আওয়াজে ঘোমটার ফাক

দিয়ে আর চোখে দেখলাম একজন লোক আসতেছে।তার

বেশ ভুষা আর গঠন দেখে বুঝলাম উনি আমার স্বামী।

অনিচ্ছা থাকা সত্তেওউঠে গিয়ে পায়ে হাত

দিয়ে সালাম করলাম। থাক থাক বলে আমার

২বাহুতে হাত দিয়ে তুলে বিছানায় বসাল আর বলল:-

তোমার নাম কি ?খুব ইচ্ছা করছিল বলতে আমার

নামনা জেনেই আমাকে বিয়ে করেছেন। বললাম:- রিয়া--

সুন্দর নাম কিন্তু তুমি কি জানো রিয়া নামের অর্থ কি ?

মেজাজটা খারাপ হওয়ার উপক্রম বললাম:- না--শোন

আরবিতে রিয়া শব্দের অর্থ অহংকার।

আর মানুষকে যে জিনিসগুলা ধ্বংস

করে দেয় তার মধ্যে রিয়া অন্যতম ।তাই

আজ থেকে আমি তোমাকে মীমবলে ডাকব ।নাহ আর

মেজাজটা ঠিক রাখতে পারছি না বাসর

রাতে আমার স্বামী আমাকে অর্থ

শেখাচ্ছে কারো মাথা ঠিক

থাকার কথা। একটু বারক্ত সুরে বললাম:- আপনার

যেটা ভাললাগে সেটাই ডাকিয়েন।বুঝতে পারছে মনে হয়

বলল তোমার মনে হয়

খারাপ লাগছে তুমি ঘুমিয়ে পর।"আমার ধার্মিক স্বামী"

লেখা:-ব্যাথার দান

ঘুমটা ভাঙ্গল গুন গুন আওয়াজে।কানখারা

করে আওয়াজটা শুনতে চেষ্টা করলাম বুঝলাম

কেউ কোরআন পড়ছে। তাকিয়ে দেখলাম আমার স্বামী।

তার সমধুর কন্ঠে কোরআন তিলোয়াত শুনতে ভালই

লাগছিল।তাই একটু উঠে বসলাম।

আমাকে উঠে বসতে দেখে তিলোয়াত বন্ধ করে বলল:-

আসসালামু আলাইকুল। শুভ সকাল ,ঘুমটা কেমন হলো?

সালাম নিয়ে বললাম জি ভাল হয়েছে।এভাবেই কাটছিল

দিনগুলা।এর মাঝে উনি আমাকে নানা ভাবে নামাজ পরার

কথা বলত। এত ধৈয্য আর এত ভাল

করে বুঝিয়ে বলতযে আমি নিজেই খুব অবাক হয়ে যেতাম।

তার সব চেষ্টাকে সফল করে একদিন নামাজ পরা শুরু

করলাম।দেখলাম তার মুখটা খুশিতে ভরে উটেছে।

তার হাসি মাখা মুখটা দেখতে ভালই লাগত।নামাজ ৫

ওয়াক্ত হলেও আমি ৪ ওয়াক্ত পরতাম। ফজরের নামাজ

পরতাম না।খুব আলসেমি লাগত।উনি আমাকে ডাকতেন

শুনেও জাগতামনা।

এটা উনি বুঝতে পেরেছিলযে আমি ইচ্ছা করেই উঠি না।

তাই আমাকে কাছে ডেকে পাশে বসিয়ে বলল:-

দ্যাখো তুমি এভাবে প্রতিদিন

৮ঘন্টা করে ঘুমাও তাহলে দিনের ৩ ভাগের

১ভাগ তুমি ঘুমিয়ে কাটাচ্ছ।যদি তোমার আয়ুকাল ৬০

বছর

হয় তাহলে তুমি ৩ভাগের এক ভাগ মানে ২০ বছর

ঘুমিয়ে কাটাচ্ছ।আল্লাহতো তোমাকে এই দীর্ঘ

সময় ঘুমীয়ে কাটাতে পৃথিবীতে পাঠাইনি।তারপর

অনেকগুলা ভালভাল কথা আর কোরআনের বাণী শুনালেন।

এত ভালকথা শুনিয়েছিলেন

যে শুনে আমার চোখে পানি এসে গিয়েছিল।তারপরথ

েকে আজ পর্যন্ত আমি ১ ওয়াক্ত

নামাজও আমি কাজা করিনি।সর্বদাই ধর্মিয় অনুশাসন

মেনে চলি।আজ আমি অনুতপ্ত নয়গর্ব বোধ করি আমার

স্বামীর জন্য।সত্যিই আমি খুবভাগ্যবতী একজন আলেম

স্বামী পেয়ে ।কথায় বলে সাত

জনম পূর্ণ্যকরলে এরকম স্বামী পাওয়া যায়।

বিষয়: বিবিধ

১৬৬৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

243016
০৯ জুলাই ২০১৪ রাত ০১:৩৬
বেদনা মধুর লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১০ জুলাই ২০১৪ রাত ১২:২৬
188941
Mujahid Billah লিখেছেন : কস্ট করে পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ !
243052
০৯ জুলাই ২০১৪ সকাল ০৫:১৬
প্যারিস থেকে আমি লিখেছেন : তো বিষয়টা আপনার ইনবক্সে কেন ?
১০ জুলাই ২০১৪ রাত ১২:২৪
188940
Mujahid Billah লিখেছেন : অনেক অনেক সময় আমি এই বড় বোনের খোজ খবর নিতাম, তাই!
243088
০৯ জুলাই ২০১৪ সকাল ০৯:৪৬
হতভাগা লিখেছেন : এইটা তো একবার পড়ছি ! লোকমান ভাই পোস্টাইছিল

http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/1649/lokmanbd/48746
১০ জুলাই ২০১৪ রাত ১২:২৮
188942
Mujahid Billah লিখেছেন : তিনি হয়ত আমার পোস্ট সেয়ার করেছেন !
243105
০৯ জুলাই ২০১৪ সকাল ১১:২৪
দ্য স্লেভ লিখেছেন : দারুন কাহিনী,খুব ভাল লাগল
১০ জুলাই ২০১৪ রাত ১২:২৯
188943
Mujahid Billah লিখেছেন : ধন্যবাদ ভাইয়া !
243108
০৯ জুলাই ২০১৪ সকাল ১১:২৮
নজরুল ইসলাম টিপু লিখেছেন : দারুন কাহিনী! গল্পটি ভাল লাগল, অনেক ধন্যবাদ।
১০ জুলাই ২০১৪ রাত ১২:২৯
188944
Mujahid Billah লিখেছেন : কস্ট করে পড়ার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ !
243728
১১ জুলাই ২০১৪ সকাল ০৯:৪৪
ইশতিয়াক আহমেদ লিখেছেন : এটা আরোও কয়েকদিন আগে ফেইসবুকে পড়েছিলাম।
১১ জুলাই ২০১৪ রাত ০৯:৩০
189413
Mujahid Billah লিখেছেন : তাইনাকি !
245263
১৬ জুলাই ২০১৪ রাত ০৮:১৯
ইশতিয়াক আহমেদ লিখেছেন : হুম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File