সিনেমা হলে নামায আদায় !!

লিখেছেন লিখেছেন Mujahid Billah ২৩ জুন, ২০১৪, ১০:৪৭:৩৫ রাত

সিনেমা হলে ঢুকার কিছু সময় পর হয়ে গেল নামাজের

সময় এখন কি করা ফিল্ম রয়েছে অর্ধেক টা বাকি বের

হলে আর ঢুকতে দিবেনা, সুতরাং তাইয়াম্মুম

করে সিনেমা হলের ভিতরেই কোন এক জায়গায়

দাঁড়িয়ে কা''বাতিশ শারিফাতি আল্লাহু আকবর,

পাশে থাকা আরেকজন ভাই মুবাইল দিয়ে ছবি পিকচার

তারপর ফেসবুকে ছবি সহ স্ট্যাটাস্, আমাদের এক

দ্বীনী ভাই সিনেমা হলের ভিতর নামাজ পরছেন আল্লাহু

আকবর..

আসলে হাদিসে আছে তোমরা যেখানে থাকো নামায

পড়ো, পোস্ট ছেঁড়ে দিল, লাইক তঁ আছেই, কমেন্ট,

আল্লাহু আকবর, মাশাল্লাহ, সুবহানআল্লাহ,

এই হল আমাদের বর্তমান অবস্থা ।

বিনোদন শুধু সিনেমা হলের ভিতরে চেয়ারে বসে ফিল্ম

দেখার নাম নয়, বরং গ্যালারীতে বসে ফুটবল ক্রিকেট

হাডুডু টেনিস সবই বিনোদনের অন্তর্ভুক্ত ।গত কয়েক

দিন আগে

দেখলাম একজন পোস্ট দিল ক্রিকেট

খেলা গ্যালারীতে বসে অনেকে খেলা দেখছে গান

গাচ্ছে শিষ দিচ্ছে এর মধ্যে একজন

নামাজে দাঁড়িয়ে গেল, আর তার এই নামায পড়ার

ছবি একজন ফেসবকে ছেঁড়ে দিয়ে আল্লাহ্ আল্লাহ্

মাশাল্লাহ শুরু হয়ে গেল, ও ভাই আপনাদের বলি প্লিজ

মন দিয়ে শুন ? নামাজে আহকামে-আরকান করা ফরজ

এগুলো একটি না হলে নামাজ সহিহ হবেনা, ,

নামাজের ১৩টি ফরজ। ফরজগুলির মধ্যে ৭টি নামাজের

মধ্যে আমল করতে হয়। বাকী ৬টি ফরজ নামাজ শুরু

করার আগে পালন করতে হয়।

বিষয়: বিবিধ

১৩৩৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

238290
২৪ জুন ২০১৪ দুপুর ০১:০৪
238354
২৪ জুন ২০১৪ বিকাল ০৪:১৬
ঠোঁটকাটা লিখেছেন : ভন্ডামীর একটা সীমা থাকা উচিত। সিনেমা দেখা সম্পূর্ণ হারাম। শয়তানের প্রয়োচনায় কেউ যদি ইচ্ছা্ও করে তবে কোন নামাজী পারে না নামাজের সময়কে মাঝে রেখে সিনেমা হলে ঢুকতে। দরকার ছিল সিনেমা হল থেকে বের হয়ে নামাজ পড়া। উনার জন্য নিশ্চয় সাউন্ড বা ছবি বন্ধ হয় নি!আর এখানে তায়াম্মুমের বিধান প্রযোজ্য নয়, কারন খুবই সামান্য দুরত্বের মধ্যে পানির ব্যবস্থা ছিল।বের হ্ওয়ার সুযোগ থাকার পর ্ও সিনেমা হলের অশ্লীল পরিবেশে নামাজ পড়ে উনি নামাজকে কলঙিকত করেছেন। যে কোন জায়গায় নামাজ পড়ার বিধান কেবল মাত্র অতি বিশেষ ক্ষেত্রে যেখানে কোন ভাবেই অন্য কোন বিকল্প নেই। উনার বের হ্ওয়ার সুযোগ ছিল, তাই এই ভন্ডামীটা না করলে্ও পারতেন।
২৪ জুন ২০১৪ বিকাল ০৪:২৬
184780
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ১০০% ঠিক।
২৪ জুন ২০১৪ রাত ০৮:৪৫
184902
Mujahid Billah লিখেছেন : ভাইয়া আপনি একদম সত্য কথা বলেছেন, তা ভন্ডামী ছাড়া আর কিছুই নয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File